রোজকার মত সকাল হয় ভোরের পর,
দুপুর রাতেরা ও আসে আপন সুতোয়।
একলা ভাবার দিন, বর্ষা বিকেল, থমকে আছে
চেনা দুয়ারে অচেনা সুর হয়ে।
শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে, শেষ বিকেলের ফুল হয়ে,
গোছানো মাটির প্রেম বৃষ্টির ঘ্রানে,
লাল পিঁপড়ের পথ চালতার পানে।
সময়ের ফোঁকর, জল ডোবার ঘর বাড়ি,
সুপারির খোল, হৈ চৈ, স্মৃতিতে আজ আড়ি।
গাঁয়ের মেঠো পথ, ধুলোবালি,
অবহেলার খেয়া আর মেঘ ফালি ফালি,
আমার আকাশ আজ শূন্য।
ইট কাঠের দুয়ারে থমকে থাকা আমার অপেক্ষা
ঘুমহীন চোখে, ফিরে যায় বারবার
আধারের চৌকাঠে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫