আবারো তোমার সাথে দেখা হবে,
মাঝখানের দুরত্বের হিসাবটুকু মুছে দিয়ে।
ক্লান্তি জড়ানো পিছুটান সময়ের ব্যাবধানে
আগলে রেখে আবারো কথা হবে।
যেদিন তুমি আসবে দেখতে পাবে
আমার শহুরে বৃষ্টি মুছে লেগে থাকা জলের গভীর চিহ্ন।
নিঃসঙ্গতা আর একাকীত্বের লতাগুল্ম-গুলো
আপন ঠিকানা গড়ে নিয়েছে আমার চারপাশ ঘিরে।
আমার স্মৃতি গুলো লুকিয়ে থাকে দিনের আলোয় চাঁদের মতন।
বহুকাল আগে বিদায় বলা সে আমাকে
খুঁজে পাবার ইচ্ছে হলে পাশের দীঘির জলে ঢিল ছুঁড়ো
অপেক্ষায় থেকো ক্লান্তিহীন লক্ষ্যহীন ঢেউ গুলো থেমে যাবার।
আমি আসব, ফিরে আসব আবার
স্বপ্ন গুলো যেখান থেকে ভেঙে ছিল উজান স্রোতের অভিমানে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩