নির্জনতার রাত্রি শেষে ভোরের নির্মলতার ফুল
আমি চেয়েছিলাম - তা পাইনি কখনো,
ঝরে পড়া বিবর্ণ দুপুরের খড়কুটো
কখনো চাইনি তা-ই আমার চাওয়া-পাওয়ায় স্থান করে নিল।
আমি যা ভেবেছিলাম তা হলনা,
বড়শিতে টোপ দিয়ে একাকী ঘাটে শূন্যতার শ্যাওলা জুড়ে
আমার সমস্ত চাওয়া-পাওয়ার ভাবনা ভুল রয়ে গেল।
বারবার হোঁচট খেয়েও শুধরানো জীবনে
যেভাবে থাকতে চাই তা আর হলনা। তবুও আছি।
দিন পার হয়ে যায় একটি একটি করে খারাপ সময়ের অবসান হয়,
দেখতে দেখতে ফিকে হতে থাকে কষ্টের পাঁচিল।
বছর ঘুরে যায় সময়ের কাঁটা ধরে
তোমার স্মৃতি গুলিও ঝাপসা মলিন,
তবুও কোথায় যেন ইচ্ছে জাগে আবার ধুলোবালি সরিয়ে
তোমায় দেখি স্বচ্ছ জলের মত।
কালের খেয়ার যাত্রী আমারা সবাই, একদিন যাত্রা হবে শেষ,
অপূর্ণ অতীত আর অতৃপ্ত বর্তমান দিয়ে আমাদের ভালবাসার মুক্তি হবেনা,
তবুও তা বয়ে যেতে হবে।
চির বিচ্ছেদের সলতে আগুনহীন পোড়া স্মৃতি হয়ে গুটিসুটি মেরে
পড়ে রয় বিরান প্রান্তরে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৪