অনেকের মতো –
আমিও গোলাপ ফুল ভীষণ ভালোবাসি ,
ওকে শাখায় দুলতে দেখে হৃদয়ে আমারও দোলা লাগে ।
ইচ্ছে হলে কাছে গিয়ে বুক ভরে সুবাস নেই,
অপলকে ওর সৌন্দর্য অবলোকন করি,
ওর রস আস্বাদনে আকুলি দেখি ভ্রমরের-
গুন গুন গান ও শুনি।
এ সবই আমায় মুগ্ধ করে, আকুল করে, পাগল করে ।
আমারও মাঝে ইচ্ছে করে-
ছিঁড়ে তাকে বুকে জড়াই।
কিন্তু -
পাপড়িতে ওর জমে থাকা ভোরের আলোয় মুক্তা দানা
বাড়লে বেলা শিশির বিন্দু উধাও হাওয়ায়, ভ্রম ভাঙ্গায়-
হাত কিংবা বুক আমার অনেক কোমল ভালবাসায়,
প্রিয়ার চুলের খোঁপায় তাকে গুজি যতই আদর আশায়,
প্রতীক্ষার প্রহর শুরু যে তার জীবন শেষে ঝড়ে পড়ার
সমাধি যে রচিত হয় ক্ষণিকের সেই ভালোবাসার।
তাইতো -
আমার ভালোবাসা গোলাপের প্রতি গভীর যত,
দীর্ঘায়ু সে গাছের শাখায় সজীবতায় নিজের মতো।