এই বুঝি বিষবৃক্ষ
একদিন পথে যেতে যেতে-
হঠাৎ দয়ারামের চোখ গেলো রাস্তার ধারে,
জীর্ণ শরীরে দাঁড়িয়ে এক গাছের চারা যেন
ক্ষীন কণ্ঠে দয়ারামকে বলছে-
“আমায় তোমার সাথে নিয়ে নাও না,
অযত্ন, অবহেলা আর অনাদরে আমার এমন শীর্ণ দশা আজ। ”
দয়ারাম দেখলো-
সত্যিই তো!
আলো বাতাসের অধিকার অপেক্ষাকৃত বড় গাছের কুক্ষিগত,
দুর্বলতার সুযোগে কতিপয় পরগাছাও লতিয়ে বসেছে ওর গায়ে;
যেন তারা বলছে,... বাকিটুকু পড়ুন