তোমরা যারা কবিতা ও প্রবন্ধ লিখছো......
অত্যন্ত কষ্ট করে শিষ্টাচার রক্ষা করে প্রবন্ধের গন্তব্য থির রাখিবার প্রচেষ্টা অব্যহত রেখো। কায়দা দিয়ে প্রচারপ্রচেষ্টায়ও সংযত হইলে কিছুটাও লেখার ভাব ব্যহত হয় না। অত্যন্ত দুঃখের সহিত বাধ্যতাপূর্বক ব্যক্ত করি যে- তোমরা যারা অন্যের কবিতা ও প্রবন্ধে, কবিতা ও প্রবন্ধের নাম অথবা নাম ও শব্দের পরিবর্তন করিয়া চৌর্যবৃত্তিকে সহজতর মনে করিয়া- নিজের নামে চালিয়ে দিতে উদ্যত হয়েছো, তারা কৃপা করে কিছু লিখিবার পূর্বে কুণ্ঠিত হও ও ভেবে দেখো যে লেখালেখির জন্য কী এমন দায় তোমার উপর অর্পিত হয়েছে। দায় যদি শুধুমাত্র নায়ক বনিবার হয়, তাহলে তুমি বা তোমরা নাটক-সিনেমায় নিজেকে ব্যবহার করো। অথবা বাসের সুনিপুন মুখস্ত কন্ডাক্টর, অথবা কোনও মেশিন চালাবার হাতলম্যান, অথবা অস্ত্রকারবারি, অথবা দেশের প্রধানমন্ত্রী বা চ্যালাদের সাথে ছবি উঠাবার বন্দোবস্ত।
কিছুমাত্র সংকিত না হয়ে লেখালেখির মত অধিকতর ওজন প্রদায়ী গুরুভার কাঁধ হইতে নামিয়ে রাখো- যথোপযুক্ত সম্মানের সহিত।
কিন্তু; কখনো যদি ঘুরি উড়াতে ভালোবাসো, ভালোবাসো যে প্রজাপতি হনন না করে তার রঙ দেখবে, অথবা যদি মনে হয় যে ভেতরে কেউ একজন খেলা করছে অসীম ধৈর্য ও ভিতরচোখের আবডালে- তাকে শব্দের তুলিতে বাইরে বের করে আনতে হবে, তখনি মাত্র লিখে ফেলো। এবং অবশ্যই একজন সুপাঠক হও।