রূপান্তর— প্রকৃতির অমোঘ সত্তা।
গভীর ঘুম থেকে জেগে ওঠে হ্রাস হতে থাকি চলমান।
ট্রেনের অনেকগুলি বগির মতো সম্পর্কিত থাকা।
তালতলার প্রৌঢ় বৃদ্ধ, সে জানে এ জগতের খবর।
শান্ত মুখে বসে থাকে তাই, কর্মহীন অনন্ত অবসরে।
তার গভীর চোখের ভেতর নিজেকে আবিষ্কার করে ছাতু মনে হয়।
অথচ কেমন দাম্ভিক স্বরে কথা কয়,
সমস্ত প্রাচুর্যকে পিষে ফেলে।
যোগিনী অনেকক্ষণ ধরে বসে রয়,
ধৈর্যশীল এক বাক্যের জন্যে।
তখন প্রৌঢ় আবার বহুদুরে তাকায়,
আর বলে "শেষ বলতে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় আবার",
আরো নিকটে গিয়ে প্রকৃতির অমোঘ সত্তার।