জাতীর বিপ্লব, নিপিড়িত ও শোষিত গণমানুষের পক্ষের বিপ্লব, সে ঘোষণা, সে ত্যাগ এসবকিছুর বৃহত দৃষ্টান্তমূলক তাৎপর্য রয়েছে বাঙালির জন্যে, আগামীর জন্যে। সেদিনটিকে অশেষ গুরুত্ব ও শ্রদ্ধার সাথে উদযাপন করা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি বাঙালির স্বার্থে, আগামীর স্বার্থে।
বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কর্মকাণ্ডে।
কিন্তু, বঙ্গবন্ধুর হত্যা দিবস উদযাপনের তাৎপর্য দেখি না।
[এবার আমাকে দেশদ্রোহী, আওয়ামী পরিপন্থি, স্বাধীনতা বিরোধি ট্যাগ দিন]