যাক শেষ পর্যন্ত চুড়ি জোড়ার কারনে স্বাধীনের বাবা আমাকে চিনতে পারল। এই তো সেদিন ইমিটেশনের চুড়ি জোড়া কিনে দিল বাবুল আমাকে। এক সাথে ১২০টাকা খরচ করে ফেলেছিল । বেচারা আমার জন্য নিজের ঘর ছাড়ল, গ্রাম ছাড়ল ৬বছর আগে। আমাদের অপরাধ ছিল আমরা প্রেম করেছিলাম । আচ্ছা যদি বাবুলের সাথে আমার পরিচয়ই না হত তাহলে? আজকে কি আমি কয়লা হতাম? না আমার এই কয়লা হওয়াতেও আজ আনন্দ ভালবাসার মানুষটা আমার জন্য কাদছে । আমি পারলাম না তার জন্য কাদতে । থাক আমার জন্যই কাদুক আমার স্বাধীনকে মানুষের মত মানুষ করুক ।
আজ বিকেলেই আমাকে নিয়ে বাবুল গ্রামের দিকে রওনা দেবে । এখনো নাকি আমার সকর্মী আরো ৫৩জন রয়েগেছে!! মুখটাও চেনা যাচ্ছে না আমাদের? নাম্বার নাকি তাদের পরিচয়? আমি যাচ্ছি তোমরা ভাল থেকো ।অন্য কোন ভুবনে দেখা হলেও হতে পারে । বাবুল আমার স্বাধীন কে তোমার কাছে রেখে যাওয়া ছাড়া কি করার আছে বল ? আমার স্বাধীন যাতে বাংলাদেশের অলংকার হয় খাটি অলংকার ইমিটেশন না, এই দায়ীত্ব তোমার ।
সেলাই দিদিমনী মরিয়ম কে তার স্বামী চুড়ি দেখে চিনতে পেরেছেন । তার ভাষ্যে তার সন্তানের প্রতি শুভকামনা প্রদর্শনের জন্য উপরের অংশ টুকু লেখা।
গার্মেন্ট গুলোয়, এরপর বস্তিতে কারা থাকে ? মানুষ তো ? হে মানুষ থাকে । অন্য কোন গ্রহের প্রাণী না । আবার এই গ্রহের অন্য কোন প্রজাতীর প্রাণীও না । মনুষ্য প্রজাতীর প্রাণীই থাকে । একটা ট্রান্সমিটার বিশঃফোরনেও তো এত বড় আগুন ধরা সম্ভব বলে আমি অন্তত বিশ্বাস করি না । বস্তিতেও শর্ট সার্কিটের কারনে আগুন ধরে এটাও আমি বিশ্বাস করিনা ।
যেখানেই আগুন ধরে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট দারুন হিসাব !!
পত্রিকায় সাক্ষাত্কারে একজন বলছেন যে "দোষীরা শাস্তি পাবেই"
আমি বলছি "একজনকে দেখান যে ইনি দোষী । আগুন লাগানির কাজে ইন্ধন দিছেন ।"
জানি সম্ভব না । আগামি এক বছর না পাঁচ বছর পরেও খুব ঘটা করে শোক দিবস পালিত হবে । আর মিডিয়ায় বলা হবে এখনো দোষীরা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে, শ্রমিক নেতারা দাবি করেছেন দ্রুত দোষীদের আঈনের আওতায় আনা হোক (সফিক,কাশেম টিভি, ঢাকা)
শর্ষেতেই ভুত থাকলে ভুত তারাবে কে ?
কার কাছে অপরাধী সনাক্ত করা এবং বিচার কার্য করার দাবী করব আমি ?
শেলাই দিদিমনী তোমরা ক্ষমা করো আমাদের আমাদের লজ্জা একটু কম । কালকেই ভুলে যাব তোমাদের কথা । আবার স্মরণ করব আগামি বছর। তোমরাশান্তিতে ঘুমাও জুরাইন কবরস্থানে অথবা তোমাদের পরিচিত দের দেয়া শেষ ঠিকানায় ।আমরা দেখি পৃথিবীর বুকে কোথাও শান্তি পাই কি না ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০