ব্লগার আলতামাশ গত কয়েকদিন ধরে আলতামাশ কতিপয় ধর্ম ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদী ব্লগিং করে যাচ্ছিলেন । তার ব্লগিং হাত থেকে ছাগু, রাজারবাগী, দেওয়ানবাগী দের মত ধর্ম ব্যাবসায়ী কেউই বাদ পরছিল না ।
আলতামাশ কে একবার একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন বাগী?
প্রশ্নের জবাবে আলতামাশ বলেছিল "আমরা সাহসি একদল তরুন ।যারা ধর্মব্যাবসায়ীদের দৌড়ের উপর রাখব" বা এরকম কিছু হয়ত বলেছিলেন । আলতামাশ এবং সেই সব সাহসীদের সাধুবাদ জানাচ্ছি ।
এখন পর্যন্ত শেষ যে পোষ্ট এ আলতামাশ ব্যাবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছিলেন সেটা আজ দুপুরে দেয়া । এবং কোন একটা কারনে সন্মানিত মডারেটর গন তার সেই পোষ্ট সরিয়ে নেন । এবং এর প্রতিবাদ করে সন্ধায় যখন পোষ্ট দেন আলমাশ তখন সেই পোষ্ট সহ এই ভন্ডদের বিরুদ্ধে দেয়া প্রতিটি পোষ্ট অলৌকিক ইসারায় নাই হয়ে যায় । একজন নিরাপদ ব্লগারের পোষ্ট মডারেট কখন সরিয়ে নেয়? যখন তার বিরুদ্ধে রিপোর্ট করা হয়। তাহলে কারা আলতামাশের বিরুদ্ধে রিপোর্ট করল?
আমি কি বলতে পারিনা ? যারা রিপোর্ট করেছে তারা আলতামাশের সাথে যুদ্ধে পরাজিত কতিপয় কাপুরুষ??
কেমন ধার্মিক
আপনারা(গাধার দল) যে সমালোচনা, সয্য হয় না?
আলতামাশ কে বলছি "ভন্ডদের বিরুদ্ধে এই যুদ্ধে আপনি জয়ী । মহান সৃষ্টিকর্তা এই যুদ্ধে আপনাকেই জয়ী নির্বাচিত করেছেন বলে আমি বিশ্বাস করি । কারন দেখুন ভন্ড আর অর্থলোভী দ্বারা পবিত্র ধর্ম ইসলামের হয়ত তেমন কোন ক্ষতিই হবেনা । তাই মহান সৃষ্টিকর্তা আপনাকে হয়ত এখানেই থামতে ঈংগিত করছেন । কিন্তু আমি মনে করি থামবেন না । ভন্ডদের ঠাই এই বাংলায় নাই ।
জয়তু ব্লগার আলতামাশ (সাহসি সৈনিক)
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮