একটি টিভি চ্যানেলের উদ্দগে হিমু নিয়ে লাফঝাপ হচ্ছে।
আমার বানানো দুইটা কাহিনী দিয়ে শুরু করি । হয়ত ফালতু কেরেটের হবে তাতে কি ?
আজকের হিমু দিবসে মফিজ হিমু সেজে উপস্থিত হবে এই প্লান তার গত শুক্রবার থেকেই মাথায় কাজ করছে । প্রস্তুতি হিসেবে গত কাল শেভ করেছে, নতুন একটা পাঞ্জাবি কিনেছে । সকালে নাস্তা করতে করতে ভাবছে "খালিপায়ে তো কোন দিন আমাকে দিয়ে হাটা সম্ভব না আজকেও সম্ভব না কিন্তু আজকের বেপারটা আলাদা । আজকে অনেক মেয়ে আসবে সুন্দরি মেয়েরা নাকি হিমুর অনেক fan এই উছিলায় যদি কোন মেয়ের ফোন নাম্বারটাম্বার পাওয়া যায় । আর টিভি ক্যামেরায় একবার মুখ উঠে গেলে রংপুরে খালাতো বোনকে ফোন করে বলা যাবে আমাকে টিভিতে দেখাবে দেখো কিন্তু । আমার আজকের গেটাপটা অনলি ফর ইউ । (মফিজ রওনা দিল উদ্দেশ্য হিমুমেলা।)
রফিক একটা বিশেষ link এর কল্যাণে পাইছে দাওয়াত, আজকের হিমু মেলার দাওয়াত পাইছে আরো ১০দিন আগে । আগে থেকে কিছু কিছু জানত হিমু নিয়ে তাই সে ভাবতেছে নতুন করে কিছু আর জানার নাই । হলুদ পাঞ্জাবির ঝামেলা আছে ঐটা সলভ হয়ে
গেছে খালিপায়ে হাটা নিয়ে তার সামনে নতুন সমস্যা দেখা দিছে । অনেক বিখ্যাত ব্যাক্তি আসবে। দেখা হবে, কথা হবে। টিভি ক্যামেরাতো আছেই , যদি একটা চান্স মিলে অসাম হবে । দারুন হবে । এই ভাবতে ভাবতে রওনা দিয়ে দিল জুতা পায়েই পরে খুলে নেবে ।
হিমু কি কোন পণ্য?
হিমু নিয়ে ন্যাকামি বহু দেখা যায় ভার্চুয়ালে । নিজেকে শান্তনা দেই হিমু নিয়ে আমার যেই আবেগ তাদেরোতো তাই । আমারটা আমার কাছে তাদেরটা তাদের কাছে । কিন্তু টিভি কম্পানির এই কঠিন আবেগটা মানতেই পারতেছি না । গল্পের হিমু কল্পনাতেই থাকতে দেয়া উচিত ছিল । হলুদ পাঞ্জাবি পরে খালিপায়ে টিভি ক্যামেরার সামনে এইটা কোন ক্যাটাগরির আবেগ বুঝা জাচ্ছেনা ।
ভেবেছিলাম হুমায়ূন পরিবার থেকে বাধা আসবে এভাবে হিমুর উপস্থাপনার বিরুদ্ধে । যখন দেখলাম সেখান থেকে কোন সারা এলো না তখন ভাবলাম এট লিস্ট ভার্চুয়ালে কেউ কিছু বলবে একটা পেজ তো মেলার প্রমোট করেই বসল ।
প্রিয় হুমায়ূন SIR আমরা আপনার সৃষ্ট হিমুকে বাস্তবে রূপ দিতে না পারলেও তাকে বিকৃত হতে দিব না । তাই হিমু দিবস ও হিমু মেলা সম্পর্কে বলতেই হচ্ছে খাইলাম না হিমু মেলা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০