মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস আজ(২৪ সেপ্টেম্বর) । গত কয়েক বছর ধরে সিলেট জেলায় পালিত হয়ে আসছে দিবসটি । এবারই প্রথম সিলেট ছারাও ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট বিভাগে নানা আয়োজনে দিবসটি পালিত হবে।
১৯৮৮ সালে জামাত-শিবির কে যখন সিলেটের মাটি ছার দিচ্ছিল না তখন দির্ঘ দিনের পরিকল্পনার কু-ফলাফল পুরো সিলেট বাসি দেখেছে। ছাত্র হত্যার রাজনীতি নিয়ে ঐ দিন মাঠে নামে শিবির। তাদের বলির পাঠায় পরিনত হন "মুনির-ই কিবরিয়া চৌধুরী" "তপন জ্যেতি দে" "এনামুল হক জুয়েল"
M.C কলেজ থেকে অস্ত্র সজ্জিত অবস্থায় ধাওয়া করে শাহি ঈদগাহ এলাকা এবং আম্বরখানা এলাকায় তাদের উপর হামলা করা হয়। সেদিনের পুলিশের ভুমিকা এখনো মিলে যায় বিভিন্ন সময়ের সাথে।
সিলেটের মানুষ ধর্মভিরু, শাহজালাল(র) এর দরগা শরিফের ১ কি:মি: দুর দিয়ে যেতে সময়ো তারা সালাম প্রদর্শনের হাস্যকর দিক প্রকাশ করে, কিন্তু মৌলবাদিকতার কাছে ব্রেন ওয়াশ হতে দেয় না। সিলেটের মাটি থেকে শুরু হওয়া এই আন্দলন একদিন পুরো দেশে ছরিয়ে পরবে, এই আশা এখন সবার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮