500px একটি অনলাইন ফটোগ্রাফিক কমিউনিটি ব্লগ যেখানে এখন পর্যন্ত ৬ মিলিয়নের উপর ছবি আপলোড হয়েছে। এটি ২০০৯ সালের অক্টোবর মাসে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ২০১২ সালের নভেম্বর মাসের এক হিসাব অনুযায়ী এর ইউজার সংখ্যা ১৫ লক্ষের উপরে। ২০১২ সালে টাইম ম্যাগাজিন এটিকে অন্যতম সেরা ব্লগ হিসেবে ঘোষণা দেয়।
500px এর ওয়েবসাইট
এবার এক নিঃশ্বাসে দেখে নিন 500px এর কিছু অসাধারণ ছবি (আমারটা বাদে )
ড্যানিয়েল চেওংয়ের তোলা বুর্জ খলিফার এই ছবিটি নিকন ডি৮০০ দিয়ে তোলা। শাটার স্পীড ছিল ৩০ সেকেন্ড। এক কুহেলিকাময় রাতে এটি তোলা হয়।
জাপানের কিয়োটো শহরের এক আলোকোজ্জ্বল রাত্রি। ২ সেকেন্ড শাটার স্পীডে এই ছবিটিও নিকন ডি৮০০-তে তোলা।
কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল বলে যাকে আখ্যায়িত করা হয় এটি সেই তাজ মহলের ছবি। ১/১৫ সেকেন্ড শাটার স্পীডে তোলা এই ছবিটিতে দূরে একটা মানুষকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। আমার এটি ব্যক্তিগত মত যে, সামনে কোন মানুষ না থাকলে ছবিটা আরেকটু দারুণ হতো। তারপরও ক্যানন ইওএস ৫ডি-তে তোলা এই ছবিটি আমার কাছে অন্য রকম সুন্দর লেগেছে।
শিকার ধরার ঠিক আগ মুহূর্তে রাঙা কায়ার মাছরাঙা। নিকন ডি৩২০০ ক্যামেরার শাটার স্পীড ছিল ১/২৫০ সেকেন্ড।
নিকন ১ ভি১ দ্বারা তোলা প্রেম নায়ারের এই ছবিটি অনেকের কাছে তেমন একটা আহামরি মনে নাও হতে পারে; কিন্তু ট্রেনের গায়ে প্রতিফলনটা দেখুন। এককথায় অসাধারণ ফটোগ্রাফিক আইডিয়া।
আমাদের দেশও একদিন এমন হবে, ইন শা আল্লাহ্। ছবিটি তোলার সময় ক্যানন ইওএস ৫ডি ক্যামেরার ৩০ সেকেন্ড শাটার স্পীড ছিল।
ফটোগ্রাফার রায়ান খাইনের তোলা এই ছবিটির শিরোনাম হল- last stronghold of earth। ক্যানন ৬ডি-তে তোলা এই ছবিটির শাটার স্পীড ছিল ১/৪০ সেকেন্ড।
কোন এক নিস্তব্ধ সূর্যাস্তের সময় তোলা এক নিঃসঙ্গ গাঙচিল। নিকন ডি৩১০০ দিয়ে তোলা এই ছবিটির শাটার স্পীড ছিল অত্যন্ত বেশী ১/৪০০০ সেকেন্ড !!!!
অসাধারণ সুন্দর এক ম্যাক্রোফটোগ্রাফি। ক্যামেরা নিকন ডি৮০০ই। শাটার স্পীড ১/৩০ সেকেন্ড, অ্যাপারচার f/১১ এবং আইএসও ১১০০।
এটি ক্যালিফোর্নিয়ার পিজিয়ন পয়েন্টের নিঃসঙ্গ বাতিঘর। ক্যানন ৫ডি দ্বারা তোলা ছবিটির জন্য ফটোগ্রাফার মাইলস মরগান শাটার স্পীড নিয়েছিলেন পাক্কা ৩০ সেকেন্ড। আইএসও ছিল ৩২০।
এই ছবিটি তুলতে নাকি ফটোগ্রাফার ক্রিশ্চিয়ান ক্লেপের বেশ ঝুঁকি নিতে হয়েছিলো। এটি আইসল্যান্ডের শীতের মৌসুম। ছবিটি তোলা হয় এক আইস কেভের ভিতর থেকে সূর্যাস্তকে বিপরীতে রেখে। এইসব আইস কেভ খুবই ভয়ংকর। কারণ ১ হাজার বছরের পুরানো এই গ্লেসিয়ারগুলো প্রতিদিন ১ মিটারের মতো নড়াচড়া করে যার ফলে বরফগুলো সর্বদা একটা চাপের মধ্যে থাকে। ক্যামেরা ছিল ক্যানন ৫ডি আর শাটার স্পীড ১/৪ সেকেন্ড থেকে ১৫ সেকেন্ডের মধ্যে।
ফটোগ্রাফার কাতালিনের চাঁদের এই অন্যরকম ছবিটি নিকন ডি৫০ দিয়ে ১/৪০০০ সেকেন্ড শাটার স্পীডে তোলা।
ফটোগ্রাফার অ্যান্ড্রু কুনীর তোলা এই ছবিটি অস্ট্রেলিয়ার টেরিগ্যাল সৈকতের এক উজ্জ্বল বিকেলের। নিকন ডি৮০০ দিয়ে তোলা ছবিটির শাটার স্পীড ছিল ১/১২৫০ সেকেন্ড। আমার এরকম ছবি তোলার অনেক ইচ্ছা। কবে পারবো কে জানে???
সূর্যপানে যাত্রা। ২০১২ সালে রাশিয়ার আন্তর্জাতিক বেলুন উৎসবে ছবিটি তোলা। ফটোগ্রাফার আলেক্সি সাইজভের এই অসাধারণ ছবিটির ব্যাপারে আপনারাই না হয় মন্তব্য করুন। নিকন ডি৭০০ দিয়ে তোলা ছবিটির শাটার স্পীড ছিল ১/৫০০ সেকেন্ড আর আইএসও ২০০।
ফটোগ্রাফার কারিম নাফাতনির এই ছবিটাকে অধুনা দুবাইয়ের স্থাপত্যশৈলীর এক সামষ্টিক উপস্থাপন বলতে পারেন। নিকন ডি৩০০এস দিয়ে কোন এক সূর্যাস্তের সময় তোলা হয় এটি। আর শাটার স্পীড? ১/২৫ সেকেন্ড।
জায়গাটার নাম ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার পান্তাই লামা কেনজেরান। ক্যামেরার নাম নিকন ডি৩১০০ এবং শাটার স্পীড ৩০ সেকেন্ড।
এবার 500px এ আমাদের বাংলাদেশের ফটোগ্রাফারদের তোলা কয়েকটি ছবি
নিসর্গের নিস্তব্ধতায় প্রশান্তিময় জলরাশির মাঝে দিনের শেষ আভার স্নিগ্ধ ছোঁয়ার একাকী অবলোকন। ফটোগ্রাফারের নাম শাহনাজ পারভিন। জায়গাটা রাঙ্গামাটিতে। ছবিটা তোলা হয় ক্যানন Kiss X4 দিয়ে; শাটার স্পীড ১/২৫০ সেকেন্ড।
ফটোগ্রাফার নাবিল চৌধুরীর ডিএসএলআর এ-২০০ ক্যামেরায় সাইক্লোন সিডরের প্রবেশমুখ। সিডর পরবর্তী আমাদের 'সংগ্রামী' সুন্দরবন। শাটার স্পীড ১/৩২০ সেকেন্ড।
রাতের গতিময় ঢাকা নগরী। ফটোগ্রাফার আজিজুল হাকিম। ওনার ক্যামেরার মডেল ক্যানন ৬০ডি। শাটার স্পীড ছিল ৩০ সেকেন্ড। আইএসও ছিল ১০০।
আর এই ছবিটি আমার তোলা ক্যামেরার মডেল? না বলাই ভালো। তবে আগের সবকটায় যখন দিছি এখানেও যথারীতি দেওয়া উচিত। এটি ছিল ৩ মেগাপিক্সেলের কোডাকের সাইবার শট ক্যামেরা অনেক আগে একবার লামার আলীকদম গুহায় একটা এক্সপেডিশনে যাই আমরা ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির কয়েকজন সদস্য। তখন গাড়ীর ছাঁদের উপর থেকে ছবিটা তোলা হয়েছিল। 500px এ যখন ছবিটা দেই তখন শাটার স্পীড দেখায় ১/১১৬৪ সেকেন্ড
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৫