মাত্র কয়েক ডিগ্রি লেন্স
তাতেই স্পষ্ট দেখা যাচ্ছে তাকে।
ঐ যে হলুদ অম্বরখানা,
তার পাশে বসে আছে সে।
রূপবতী কি জিনিস
আমার ঠিক জানা নেই।
তবে সে আমার দেখা অদ্বিতীয়া নারী,
যার জন্য আমার
পুরুষ হৃদয় হয়েছে সীদ্ধ।
ইস! কি নিষ্পাপ তার চাহনি
যত দেখি আমি বার বার অবাক হই।
যেন সাক্ষাৎ অস্পরী,
শীতের সকালে রৌদ্রস্নাত করতে
হঠাৎই উদিত হয়েছে
ঐ চার তালার ব্যালকোনি তে।
এর ঠিক সম্মূখে আমার অবস্থান
না কাছাকাছি নয়
দূরুত্বটা কয়েক মিটারের ব্যবধান।
এই দূরুত্বটুকুই হয়ে উঠেছে
আমার জীবনের শনি।
তবুও, আজ অপূর্ন ইচ্ছে টা
বার বার উঁকি দিচ্ছে,
সভ্যতায় বিলুপ্ত হয়ার আগে
এই ঈশ্বরীটাকে বড়জোর একবার
ছুয়ে দেখতে চাই।
আর এই প্রতিক্ষায়
এখানো তাকিয়ে আছি,
শূন্যতার আলপনা তে
ঐ চার তালার ব্যালকনি তে
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৬