somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার লিখা যত কবিতা সব কে উৎসর্গ করে

আমার পরিসংখ্যান

নাজমুল হক সাগর
quote icon
মানুষ হিসেবে খুব একটা ভালো আমি নই
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঈশ্বরী

লিখেছেন নাজমুল হক সাগর, ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩২

মাত্র কয়েক ডিগ্রি লেন্স
তাতেই স্পষ্ট দেখা যাচ্ছে তাকে।
ঐ যে হলুদ অম্বরখানা,
তার পাশে বসে আছে সে।
রূপবতী কি জিনিস
আমার ঠিক জানা নেই।
তবে সে আমার দেখা অদ্বিতীয়া নারী,
যার জন্য আমার
পুরুষ হৃদয় হয়েছে সীদ্ধ।

ইস! কি নিষ্পাপ তার চাহনি
যত দেখি আমি বার বার অবাক হই।
যেন সাক্ষাৎ অস্পরী,
শীতের সকালে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

অবস্থান

লিখেছেন নাজমুল হক সাগর, ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

ভীষন ইচ্ছা করছিলো
তোকে একটি নজর দেখবো,
তুই বল'তো
নিজেকে আর কতোটুকু ধরে রাখবো

মনে হচ্ছে কয়েক শত বছর
তোকে দেখি নি,
সেই দেখেছিলাম এক বসন্তে
তার পর পার হয়েছে হাজারটা বসন্ত।
শীক্ত গাছ গুলো তার নির্জলতা খুজে পেলেও
আমার এই শীক্ত মনকে কেউ নির্জল করে নি।

শেষ বার বলেছিলি,
যদি কখনো হারিয়ে যাই
তোর মনের মাঝেই হারিয়ে যাবো,
মনের মতো খুঁজে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

রূপবতী কন্যা

লিখেছেন নাজমুল হক সাগর, ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১


হয়তোবা পাহাড়ি রাজ্যের
ঝর্নার কন্যা
সুন্দরী অপরূপা
রূপের বন্যা,
নয়তোবা মায়াবী রূপসী
রেশম কালো চোখ
গোলাপ রাঙ্গা ঠোঁট
নতুবা রূপকথার রাজ্যের ডানাকাটা পরী
তার থেকেও তুমি
বেশি সুন্দরী। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৯৯ বার পঠিত     like!

তৃপ্তির বাহিরে

লিখেছেন নাজমুল হক সাগর, ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

..


মেঘ বালকের প্রেমিকা
এই প্রেমিকা,

তোমাকে না আজ
অনেক সুন্দর লাগছে।
অনেকটা বর্ষার নুইয়ে থাকা
ফুলের মতো,
ইস কি লজ্জা,
তোমার ঐ লজ্জায় রাঙ্গা
মুখ খানা না
বার বার হৃদয়ে দাগ কাটে।

তাকিয়ে থাকতে থাকতে
আবার থাকি,
তবু যেন রয়ে যায়
কিছুটা দেখার বাকি।
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

কথপোকথন

লিখেছেন নাজমুল হক সাগর, ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০


হ্যালো.....
হ্যা, কে বলছেন?
আমি গো আমি
আমি?? আমি কে?
চিনতে আমায় পারবে না
আমি সেটা জানি..
আশ্চর্য কে বলছেন?
কোন এক প্রদ্বীপ্ত সূর্যের নিভে যাওয়া কিরন আমি
কি গো শুনতে পাচ্ছো?

(একটু থমকে গিয়ে)
কিরন?
ইসস ভেবেছিলাম ফোনে পাবো না তোমায়
কত্তো বার ফোন করেছি

ফোন টা কাল নিয়েছি

এ কন্ঠস্বর নাকি তোমায় পাগল করতো
দেখো আজ সময়ের ব্যাবধানে সবটাই নচ্ছি

হাহাহা, হাসালে আমায়

... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৪০ বার পঠিত     like!

মেঘ বালিকা

লিখেছেন নাজমুল হক সাগর, ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

আবার যেদিন বৃষ্টি জলে
থাকবে তুমি দাড়িয়ে
মনে মনে ডেকো সখী
দেখবে,হাত দুটি বাড়িয়ে
তোমার ঐ ডাকে সাড়া দিতে
ফিরে ফিরে আসবো সখী
তোমার পৃথীবিতে ...

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

রক্তিমা

লিখেছেন নাজমুল হক সাগর, ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

অবন্তী
ওই শুনছো তুমি?
জীবনের এই মোরে এসে
শূন্যতাকে আর ধরে রাখতে পারছি না
আর পারবো না,
এভাবে চলতে চলতে
যদি কোন এক দিন
একটু ভুল করে
বলেই বসি,
আমার শূন্যতায় বিন্দু
হয়ে থেকে যাও
তোমায় ভালবাসি,

তুমি কি সেদিনও
আমায় ফিরিয়ে দিবে?
নাকি
লজ্জায় রক্তিম হয়ে,
ওই কাজল চোখে
চাহনি টা একটু বাকা করে
ঠোটের কোনায় একটু হাসি
বলবে আমিও বাসি
অনেক বাসি
তোমায় ভালোবাসি।

হে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

পরাজয়

লিখেছেন নাজমুল হক সাগর, ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

যে পুষ্প শোভা পায়
দেবী অর্চনায়
সুখময় কিছু তিথী শেষে
তার জায়গা হয় বিসর্জনে

যে নদীর উৎপত্তি স্থল ঐ বুকে
তা প্রবাহিত হয়েছে কিছুক্ষণ,
বুকের সীমারেখা পেরিয়ে
ক্ষনিকেই সে পতিত হয়েছে
চরন থলিতে,

তাইতো আমার শত শত
অব্যক্ত ইচ্ছা গুলো
তোমার ব্যক্ত উক্তির কাছ
আজ পরাজিত।

এই অবেলায় এসে
আমি মেনে নিয়েছি সে পরাজয়
আমি পরাজিত মানুষ
জয় তোমাদের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

ভালবাসাহীন পঙক্তিমালা

লিখেছেন নাজমুল হক সাগর, ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

চোখের নিচে কাজল রেখা
কানে ছিলো দুল
পায়ে ছিলো পায়েল খানি
খোপায় রাঙ্গা ফুল"

"আজও আমার মনে আছে
সেই প্রথম দেখার প্রেম
কেমন করে তোমার মাঝে
আমি, আমায় হারালেম"
(৩.৭.১৮) বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৮১৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ