কয়েকদিন আগে দেশে গিয়েছিলাম। সে সময় এয়ারক্রাফটের ভেতরে অবতরনের কিছু আগে একটা ফরম দেয়। বন্ধুদের অনেকে আমাকে প্রশ্ন করে শুল্ক/কর এর আওতায় বা আওতা মুক্ত জিনিষ গুলো কি কি। ভাবলাম এই ফরমটা আমার ও তাদের কাজে লাগবে। সে ফরমে শুল্ক মুক্ত ও শুল্ক আরোপযোগ্য কিছু পন্যের লিস্ট আছে। সাধারণত যে পন্য গুলো প্রবাসীরা দেশে নিয়ে আসে, সে জাতীয় পন্য ই এই লিষ্টে আছে। নিচে আমি সে গুলো উল্লেখ করছি-
(আমদানী বিধিমালা ২০০৭ অনুযায়ী)
শুল্ক/কর মুক্ত পন্য:
১/ ক্যাসেট প্লেয়ার
২/ ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
৩/ বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার
৪/ কম্পিউটার (ডেস্কটপ/ল্যাপটপ)
৫/ প্রিন্টার
৬/ ইউ পি এস
৭/ ভিডিও ক্যামেরা
৮/ ষ্টীল ক্যামেরা
৯/ সাধারন/ কর্ডলেস টেলিফোন সেট
১০/ সাধারন/ ইলেক্ট্রিক ওভেন
১১/ রাইস কুকার/ প্রেসার কুকার
১২/ ব্লেন্ডার/ জুসার/ কফি মেকার
১৩/ সাধারন বা বৈদ্যুতিক টাইপরাইটার
১৪/ সেলাই মেসিন (ম্যানুয়াল)
১৫/ টেবিল/ প্যাডেলষ্ট্যান্ট ফ্যান
১৬/ খেলাধুলার সরঞ্জাম (ব্যাক্তিগুত ব্যাবহারের জন্য)
১৭/ ২০০ গ্রাম ওজনের স্বন্য/ রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২ টির বেশী হইবে না)
১৮/ এক কাটুন (২০০ শলাটা) সিগারেট।
১৯/ কম্পিউটার ক্যানার ১৭টি পর্যন্ত
শুল্ক আরোপযোগ্য পন্য:
১/ সি আর টি টেলিভিশন
ক- ২১" পর্যন্ত ২,৫০০ টাকা
খ- ২২" থেকে ২৯" ৬,০০০ টাকা
২/ প্লাসমা/ এলসিডি টেলিভিশন
ক- ২১" পর্যন্ত ১০,০০০ টাকা
খ- ২২" থেকে ২৯" পর্যন্ত ১৬,০০০ টাকা
গ- ৩০" থেকে ৪২" পর্যন্ত ২৮,০০০ টাকা
ঘ- ৪৩" বা তদুর্ধ্ব ৪০,০০০ টাকা
৩/ ভিসিআর/ ভিসিপি/ স্যাটেলাইট রিসিভার ৫০০ টাকা
৪/ ভিসিডি/ ডিভিডি ১৫০০ টাকা
৫/ মিউজিক
ক- সাধারন সিডি/ বিযুক্ত স্পিকার সহ ২,০০০ টাকা
খ- কম্পোনেস্ট সিস্টেম সিডি/ভিসিডি ৮,০০০ টাকা
গ- কম্পোনেস্ট সিস্টেম সিডি/ভিসিডি বিযুক্ত অবস্থায় ১৫,০০০ টাকা
৬/ রেফ্রিজেটর/ ডিপ ফ্রিজার ৫,০০০ টাকা
৭/ ডিশ ওয়াসিং মেশিন ৩,০০০ টাকা
৮/ বৈদ্যুতিক সেলাই মেশিন ১,০০০ টাকা
৯/ এয়ারকুলার/এয়ার কন্ডিশনার
ক- উইন্ডো টাইপ ১০,০০০ টাকা
খ- স্প্লিট টাইপ ২৫,০০০ টাকা
১০/ ফ্যাক্স মেশিন ৫,০০০ টাকা
১১/ ওভেন
ক- মাইক্রোওভেন ২,০০০ টাকা
খ- গ্যাস ওভেন ৫,০০০ টাকা
১২/ ডিস এন্টেনা ৭,০০০ টাকা
১৩/ স্বর্নবার/ পিন্ড প্রতি কেজি ১২৫ টাকা (সর্বোচ্চ ১০ কেজি)
১৪/ রৌপ্যবার/ পিন্ড প্রতি কেজি ৬ টাকা (সর্বোচ্চ ২০ কেজি)
১৫/ মোবাইল/ ফিক্স ওয়ারলেস টেলিফোন প্রতি সেট ২০০ টাকা
১৬/ এয়ারগান/ রাইফেল ২,০০০ টাকা (বানিজ্য মন্ত্রনালয়ের আনুমোদন নাপেক্ষে)
১৭/ ঝাড়বাতি প্রতি পয়েন্ট ৩০০ টাকা
১৮/ কার্পেট প্রতি বর্গ মিটার ৫০০ টাকা (১৫ বর্গ মিটার পর্যন্ত)