অটোরিকশাচালক ও কলেজছাত্র খায়রুল ইসলাম–কে জানাই অকুণ্ঠ শ্রদ্ধা ও অন্তর থেকে ধন্যবাদ।
একটি ব্যাগে থাকা ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, যা যে কারও চোখে লোভনীয় হতে পারত, সেটি তিনি ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে – বিনিময়ে কিছু না চেয়ে, নিঃস্বার্থভাবে। তাঁর এই কাজ শুধু সততার উদাহরণ নয়, এটি একটি আলোকবর্তিকা– যা আমাদের মনে করিয়ে দেয়, এখনো এই সমাজে ভালো মানুষেরা আছেন, যারা সঠিক মূল্যবোধের পথে অটল।
খায়রুল একজন মেধাবী ছাত্র, একজন সংগ্রামী তরুণ। সংসারের দারিদ্র্য, বাবার অনুপস্থিতি, জীবনের চাপ—সব কিছুর মাঝেও তিনি নীতিকে আঁকড়ে ধরে রেখেছেন। তাঁর এই সততা ও মানবিকতা আমাদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণার।
আমরা খায়রুলের মতো তরুণদের দেখে সাহস পাই, আশাবাদী হই। খায়রুল প্রমাণ করেছেন, অর্থই সব নয়—সততার মূল্য সবচেয়ে বড়।
ধন্যবাদ, খায়রুল। তোমার মতো সৎ মানুষদের কারণেই সমাজটা এখনো সুন্দর। তুমি সত্যিই এক অনন্য নায়ক।
স্বর্ণালংকার ফেলে যাওয়া মালিককে খুঁজে বের করলেন অটোরিকশাচালক খায়রুল
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৫