...খুব কাছের মানুষটা জীবন থেকে টুপ করে হারিয়ে
গেলে বড্ড একা লাগে; ভীষন একা.. হুট করে পরিচিত
নম্বর থেকে ফোন আসা বন্ধ হয়ে গেলে; বুকের ভেতরটা
ছটফট করে; প্রচন্ড ছটফট.. চেনা পৃথিবীটা হয়ে যায়
অচেনা; একদম অচেনা !
.
কল্পনাও করতে পারবে না, বছরের বছর সম্পর্কে থেকেও
মানুষ কত সহজে একে অপরে ভুলে যাচ্ছে.. কত দ্রুত পুরনো
সবকিছু ভুলে নতুন কাউকে নিয়ে জীবন শুরু করছে.. অথচ
তুমি পারোনা; পারোনা নতুন কাউকে তার জায়গাটা
দিতে.. কি সাংঘাতিক !
.
আমি জানি, ব্রেকাপ হওয়া প্রতিটা মানুষের ভেতর
কতটা মারাত্নক হতাশা কাজ করে.. চারপাশে শতশত
মানুষের ভীড়েও নিজেকে কতটা একা লাগে.. শত আকুতি
দিয়ে বার বার মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করে.. হঠাৎ
পুরনো স্মৃতিগুলো মনে করে প্রচন্ড কষ্টে নিজেকে শেষ
করে দিতে মন চায় !
.
ফেসবুকে পরিচিত আমি যে মানুষটাকে চিনি, সে তার
প্রিয় মানুষটাকে ভুলে যেতে না পারার কষ্টে
অসংখ্যবার মরে যাওয়ার চেষ্টা করেও ব্যার্থ হয়েছে..
এক সময় তার কাছে মনে হতো ভুলতে না পারার কষ্ট নিয়ে
বেঁচে থাকার চাইতে মরে যাওয়ায় ভালো.. এই ভুল
লজিকটা একদিন সে বুঝতে পেরে, এখনো দিব্যি বেঁচে
আছে !
.
সত্যি তো এটাই যে, পৃথিবীতে কোনো কষ্টই স্থায়ী নয়..
সময়ের সাথে সবকিছু পাল্টে যায়..হতে পারে সময়টা
কয়েক দিন, মাস কিংবা বছর.. ভেবে দেখ, একটা মানুষ
যেখানে নিজের মৃত মা-বাবার কষ্টই কয়েকদিন পর ভুলে
যায়.. সেখানে ভালোবাসার মানুষের এই কষ্ট তো তেমন
কিছুই না !
.
আজ তুমি যে মানুষটাকে ভুলতে না পারার কষ্টে, রাতের
পর রাত জেগে নিজেকে নষ্ট করে দিচ্ছ.. হয়তো পরশু
তোমার এই অনূভুতি টা আর থাকবে না.. সেদিনের জন্য
অপেক্ষা করো !
.
হুট করে কষ্ট পেয়ে যে মানুষটার জন্য তুমি মরে যেতে
চাইছো, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে অন্য কাউকে নিয়ে
জীবন সাজাতে ব্যাস্ত !
.
তাই যে সময়টা তুমি মানুষটাকে ভেবে অপচয় করছো; সেই
সময়টা তুমি নিজের ক্যারিয়ারের পেছনে ব্যয় কর..
দেখবে জীবন কতটা রঙিন হয়.. স্বপ্নগুলো কত সুন্দর
লাগে !
.
একটা কথা জেনে রাখো, ভালোবাসতে হয়তো যোগ্যতা,
টাকা-পয়সা কিছুই লাগেনা ঠিক.. কিন্তু ভালোবাসার
মানুষকে পেতে হলে সবকিছু লাগে; সব.. শুধু আবেগ আর
ভালোবাসা দিয়ে স্বপ্ন দেখা যায়; কখনোই সংসার করা
যায় না.. একদম না..!!