...ব্রেকআপ করে ফেলা, এখন একটা কাগজকে মুচড়ে ফেলার মতই সহজ.. কোনোই শব্দ হয়না, সবকিছু নীরবে শেষ হয়ে যায় !
.
তুমি কল্পনাও করতে পারবা না, বছরের পর বছর ধরে যে মানুষটাকে তুমি চেনো.. এক মূহুর্তে সে তোমার অচেনা হয়ে যাবে.. বড্ড অচেনা !
.
তুমি কখনোই ভাবনি, একটু একটু করে ভালোবাসা দিয়ে যে মানুষটাকে তুমি এতটা আপন করে নিয়েছিলে.. হুট করে একদিন সে তোমাকে এসে বলবে "তোমাকে এখন আমার ভালো লাগেনা, আমাদের ব্রেকাপ করে ফেলা উচিত" !
.
শুনে মূহুর্তেই তুমি দিশেহারা হয়ে যাবে.. বার বার ছুটে যাবে মানুষটার কাছে.. নির্লজ্জের মত ফিরে পাবার আশায় অনুরোধ করবে.. কিন্তু প্রতিবারই মানুষটা তোমাকে চরমভাবে অপমান করে ফিরিয়ে দেবে.. লজ্জায় তোমার মরে যেতে ইচ্ছে করবে, দূরে কোথাও হারিয়ে যেতে মন চাইবে.. কিন্তু তুমি এসবের কিছুই করতে পারবা না.. কিছুই না !
.
গভীর রাতে কাঁদতে কাঁদতে নিঃশ্বাসটা যখন আটকে যাবে.. অসহায়ের মত চারদিকে খুঁজতে থাকবে মানুষটাকে.. একটুখানি কন্ঠ শোনার জন্য বুকের ভেতরটা হাসফাস করতে থাকবে.. নম্বরটা ডায়াল করে দেখবা তুমি ব্লাকলিষ্টে ! ছটফট করতে করতে ফেসবুকে গিয়ে দেখবা গতকালও নামটা চ্যাটলিষ্টে সবার উপরে ছিল, আজ সেটা কালো কালিতে ঢাকা পড়ে গেছে.. টুপ করে হারিয়ে গেছে মানুষটা !
.
প্রচন্ড ধোঁকা খেয়ে প্রতারিত হওয়ার পর নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে যাবে.. সারাক্ষন মানুষটাকে ফিরে পাবার চিন্তুায় বিভোর থাকবা.. রাতভর মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে ঘুমোতে পারবা না.. মুঠোভর্তি ঘুমের ঔষুধ গিলে একটু শান্তি পেতে চাইবা.. কিন্তু সেটাও পারবা না !
.
তীব্র কষ্ট তিলে তিলে তোমায় শেষ করে দিবে.. বেঁচে থেকেও যেন নিজেকে জিন্দা লাশ মনে হবে.. এই অবস্থা দেখে চারপাশের অনেকেই শান্তনা দিতে আসবে, কিন্তু সবকিছুই তোমার কাছে মূল্যহীন মনে হবে.. বার বার তুমি মানুষটাকে ফিরে পেতে চাইবা.. একটুখানি ভালোবাসতে চাইবা.. সবকিছু শেষ হয়ে গেছে, কিছুতেই যেন সেটা বিশ্বাস করতে চাইবা না.. একদম না !
.
কিন্তু বিশ্বাস করো, একটা সময় গিয়ে তোমার এই অনূভুতিটা থাকবে না.. সবকিছু বদলে যাবে; সবকিছু.. তোমার চোখে আর কান্না আসবে না, পাথরের মত শক্ত হয়ে যাবে তুমি.. সব কষ্ট সয়ে নেয়ার মানসিকতা তৈরি হবে.. খেয়াল করলে দেখবে, একদিন যে মানুষটাকে হারিয়ে তুমি মরে যেতে চেয়েছিলে.. তার জন্য তোমার আর কোনো অনূভুতিই নেই.. একটুও না.. স্বার্থপর পৃথিবীতে অমানুষদের ভীড়ে বেঁচে থাকা শিখে গেছো তুমি !
.
ধোঁকাবাজ মানুষটা তোমার জীবন থেকে চলে গিয়ে আর কিছু নিতে পারুক আর না পারুক, বিশ্বাস টা নিয়ে চলে যায়.. মনে করিয়ে দিয়ে যায়, "অার কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ভালোবেসো না, আর কারো মিথ্যে ভালোবাসায় নিজেকে হারিয়ে যেতে দিওনা.. আর কারো মিথ্যে গল্পে স্বপ্ন দেখো না !
.
কিন্তু সময় ঠিক একদিন সবকিছু পাল্টে দেয়.. পড়ন্ত বিকেলে হঠাৎ একদিন মনে হয়, পাশে কেউ একজন থাকলে মন্দ হত না.. এই ভেবে আবার কারো প্রেমে পড়া হয়, আবার কাউকে ভালোবাসা হয়.. সত্যি বলতে পৃথিবীতে ভালোবাসা ছাড়া মানুষ হয়না.. এখানে যেমন "ধোঁকাবাজ" মানুষ আছে, তেমনি "ভালোবাসার" মানুষও আছে.. শুধু অপেক্ষা করে তোমার মানুষটাকে খুঁজে নিতে হবে.. কারন জীবন সাজাতে খুব বেশি কিছুর দরকার হয়না.. একটা "ভালোবাসার" মানুষই যথেষ্ট..!!