...জীবনে এমন একটা দিন আসে, যেদিন তুমি শূণ্য চোখে দেয়ালের দিকে তাকিয়ে মানুষটাকে নিয়ে ভাবো.. খুব যত্ন করে মানুষটার স্মৃতিচারণ করো !
.
এক সময় যে মানুষটা তোমার খুব বেশি আপন ছিলো, আজ প্রচন্ড কষ্ট নিয়ে হাসফাস করলেও সেই মানুষটা তোমার খবর নেয় না.. ইনবক্সে ঢুকে দেখো- কত শত ইমো, হাসি, কান্না জমে আছে.. শুধু মানুষটাই নেই !
.
বার বার মেসেজগুলো পড়ে তুমি নষ্টালজিক হয়ে যাও.. মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা.. কতই না "IMPORTANT" ছিল মানুষটা তোমার কাছে.. অথচ আজ শূণ্যতায় ভরা সবকিছু !
.
সময়ের ব্যবধানে সবকিছু পাল্টে গেছে.. খুব চেনা মানুষটা কীভাবে জানি অচেনা হয়ে গেছে টের পাওনি তুমি.. বড্ড বিচিত্র মন.. অদ্ভুত সব আবেগের খেলা !
.
সবকিছুর পরেও জীবন থেমে নেই.. জীবন কারো জন্য থেমে থাকে না.. চলতেই থাকে রেলগাড়ির মত.. সেই রেলগাড়ির এক যাত্রী হয়ে জীবনকে উপভোগ করো তুমি !
.
বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ রেলগাড়িতে উঠে.. আবার গন্তব্যে পৌছালে নেমে যায়.. ঠিক তেমনি জীবনে অনেক মানুষ, অনেক সময়; অনেক মূহুর্তে এসে যায়.. মোহ কেটে গেলে আবার চলে যায় !
.
কিন্তু তোমার রেলগাড়ি চলতেই থাকে... তুমি সেই একই সিটে বসে থাকো.. পাশে থাকা সিটের মানুষটা শুধু পাল্টে যায়.. সারাজীবন কেউই পাশে থাকে না.. এটাই স্বাভাবিক !
.
কিন্তু কষ্ট'টা ঠিক তখনি হয়..যখন হুট করে তুমি আশেপাশে খুঁজে দেখো, সে আর নেই.. কিছু না বলেই ঠাস করে সবকিছু বন্ধ করে দিয়েছে !
.
চলে যাওয়া মানুষটার জন্য মায়া হয়; কষ্ট হয় ঠিক.. কিন্তু না বলে চলে যাওয়া মানুষটার জন্য কষ্টটা হয় সবচেয়ে বেশি ! কারো জীবন থেকে চলে যেতে হলে বিদায় নিয়ে যেও.. কষ্ট হবে, কিন্তু একদিন সেই কষ্ট সয়ে যাবে !
.
কিন্তু "না বলে" চুপিসারে চলে যাওয়া কষ্ট কখনো সওয়া যায়না; ভোলা যায় না.. দিনের পর দিন বয়ে বেড়াতে হয় এই কষ্ট !"
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪