...আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি ! ভালোবাসার মূহুর্তগুলোতে আমার মনে হয়েছে; পৃথিবীর সেরা মানুষটিই সে.. তার মত করে পৃথিবীর কেউ আমাকে এত ভালো বুঝবেনা.. কেউ না ! আমি তাকে হৃদয়ের সবটুকুন দিয়ে ভালোবেসেছি !
.
অন্য সবার মত আমিও তার জন্য অপেক্ষা করেছি ! অপেক্ষা করেছি তার একটি ফোন কলের জন্য.. ব্যকুল হয়ে থেকেছি তার কন্ঠ শোনার জন্য.. ক্লান্ত শরীর নিয়েও বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করেছি তার মুখ থেকে একবার "ভালোবাসি" শোনার জন্য.. এমন হাজারো অপেক্ষা ছিলো আমার সেই মানুষটিকে ঘিরে !
.
কখনোই বুঝতে দিতে চাইনি ভালোবাসার কমতি.. সাংঘাতিক মন খারাপ নিয়েও আমি তার সাথে হাসিমুখে কথা বলেছি, শুধু তার হাসিটা দেখার জন্য.. বহু'রাত ঘুমে টলো-মলো চোখ নিয়েও বলেছি "একটুও ঘুম পাচ্ছে না".. একটু বেশি কথা বলার জন্য.. হাজার ব্যস্ততার ভীড়েও টুক করে একটা ফোন করেছি.. শুধুমাত্র মানুষটার কন্ঠ শোনার জন্য !
.
সত্যিই, আমি আমার মত করে মানুষটাকে ভালোবেসেছি.. কখনোই মনে হয়নি মানুষটা আমার জীবনে ভুল ছিল.. সে আমাকে কথা দিয়েছিল- যত কিছুই হোক.. আমি তোমাকে ছেড়ে যাবো না.. আমি তার এই কথাটা প্রচন্ড বিশ্বাস করতাম.. একটুও মিথ্যা মনে হয়নি !
.
কিন্তু শেষ পর্যন্ত যেদিন সে আমায় জানালো "আর সম্ভব না".. সেদিন যেন আমি কিছুইতেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না.. ওর কথাটা শুনে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম.. তবুও আমি শান্ত হয়ে ওর কথাগুলো শুনলাম..খেয়াল করলাম ও খুব স্বাভাবিকভাবে আমায় বিদায় জানাচ্ছে.. এতোটুকুও কষ্ট অনুভব করছে না.. একটুও মায়া হচ্ছেনা আমাকে ছেড়ে যেতে.. কি সাংঘাতিক !
.
অন্য সবার মত আমিও সেদিন খুব কষ্ট পেয়েছিলাম.. কিন্তু বুঝতে দেইনি.. আমি সমস্ত কষ্ট বুকে চেপে হাসিমুখে বলেছিলাম "ভালো থেকো".. স্রেফ এতটুকুই !
.
ট্রাস্ট মি আমি তাকে পাশে থাকার জন্য এক-বারও অনুরোধ করি নি.. এক বারও না.. আমি তাকে আমার চোখের জল দেখাতে পারিনি.. পারিনি অনবরত ফোন দিয়ে দুটো মিনিট কথা বলার জন্য বাধ্য করতে.. পারিনি কখনো জিজ্ঞাসা করতে"কেন এমন করলে?.. আমি এসবের কিছুই পারিনি.. কিছুই না !
.
আমি সবকিছু মেনে নিয়েছি.. আমার ভালোবাসার মানুষটা যে ভুল ছিল কখনোই ভাবিনি.. বরং সে চলে যাবার পর মনে করেছি আমিই হয়তো ভুল ছিলাম"!জীবন থেকে হারিয়ে গেল মানুষটা.. কিন্তু মনের মাঝে ঠিকই রয়ে গেল.. আমি আমার কষ্ট নিয়ে চুপ রইলাম !
.
অনেকটা দিন কেটে গেছে, হঠাৎ একদিন মানুষটা ফিরে এলো.. এসে বললঃ "তুমি আসলেই অনেক জেদী ছেলে, তবে মনটা খুব ভালো.. আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও"!
.
আমি বললামঃ সত্যি বলছি, তোমার ওপর আমার কোনো রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নেই.. শুধু একটা অনুরোধ আছে.. প্লিজ তুমি শুধু আমার অনূভুতি হয়েই থাকো.. আর আমাকেও তোমার অনূভুতিতেই রাখো.. বাস্তবে তোমাকে আর কখনো ছুঁতে চাইনা আমি !
.
বড্ড নিষ্ঠুরভাবে কথাগুলো বলে আমি সেদিন তাকে ফিরিয়ে দিয়েছি.. কারন ততদিনে আমি বুঝে গেছি "অাধুনিকতার এই অকালযুগে সব মানুষ ভালোবাসা পাবার যোগ্য নয়".. কিছু মানুষ আছে যারা শুধু ভালোবাসার অভিনয় করেই মুগ্ধ করতে পারে.. একচিমটি নিখাদ ভালোবেসে কাছে টানতে পারে না.. কখনোই না..!!