"ক্লাস ফাইভ সিক্সে পড়ুয়া কোনো ছেলে-মেয়ে প্রেম করতে গিয়া ফিজিক্যাল রিলেশন করে ফেলছে.. শুনে হয়তো কেউই আর আঁতকে ওঠে বলবে না.. "কী ! এ অসম্ভব..হতেই পারে না" !
.
কারন যুগটা আমরা বুঝে ফেলার আগেই বুঝিয়ে দিয়েছি আমাদের ছেলে-মেয়েদের হাতে.. এই নাও বাবা,"স্মার্টফোন".. এখানে কিন্তু একদম ব্যাকডেটেড থাকা যাবে না.. অনেক আপডেট হতে হবে তোমাকে.. অনেক !
.
আজ বিকেলে যখন বাসে করে বাড়ি ফিরছিলাম.. পাশের সিটে স্কুলের ইউনিফোর্ম পড়া একটা ছেলে বসা ছিলো..বয়স ১৩ কি ১৪ হবে.. এর বেশি নয় !
.
বাস যখন দয়াগন্জ সিগনালে দাঁড়িয়ে গেল.. হঠাৎ ছেলেটার মোবাইলে একটা ফোন আসলো.. পকেট থেকে ফোনটা যখন বের করে যখন হাতে ধরলো দেখলাম ফোনের স্কীনে নাম ভাসছে "BOW".. :O
.
কিন্তু কলটা রিসিভ না করে টুক করে কেটে দিয়ে, সে ডায়াল লিষ্ট থেকে আরেকটা নম্বর বের করে করল "জানপাখি".. এরপর আড় চোখে আমার দিকে একবার তাকিয়ে ফোনটা কানে ধরল.. :O ক্যান ইউ ইমাজিন..?? এইটুকুন ছেলে-মেয়ে কত্তো সংসারী হয়ে গেছে.. ফোনেই এই অবস্থা.. বাস্তবে না জানি কি করে এরা"!
.
অথচ তুমি আমি এই বয়সে প্রেম মানে কি বুঝার জন্য রাজ্জাক শাবানার সিনেমা দেখতাম..অপেক্ষায় থাকতাম কবে শুক্রবার আসবে.. আর সবাই মিলে বিটিভি অন করে মাটিতে বসে রাজ্জাক-শাবানার প্রেম কাহিনী দেখবো !
.
যুগ পাল্টে গেছে.. পাল্টে গেছে দুনিয়া.. যুগের সাথে তাল মেলাতে গিয়ে পাল্টে গেছে সমাজের মানুষগুলো.. তাই মেয়ে তুমিও আর চুপ নেই.. পাল্টে ফেলেছ নিজেকে"!
.
মেয়ে তুমি পাল্টাও সমস্যা নাই..কিন্তু সবকিছুরই একটা লিমিটেশন আছে.. সেইটা মনে রেখ.. নিজেকে কারো কাছে এমনভাবে উপস্থাপন করোনা যেটা তোমার জীবনের কাল হয়ে দাঁড়ায়"!
.
আকাশটা তোমার.. যেমনে ইচ্ছা উড়ো.. উড়তে নেই কোনো মানা.. নেই কোনো সীমানা.. কিন্তু নিজেকে সামলে রেখো শকুনের হাত থেকে !
.
কারন তুমি হেরে গেলে শুধু একাই হেরে যাওনা.. হেরে যায় তোমার গোটা পরিবার.. যারা তোমাকে নিয়ে প্রতিটা মূহুর্তে চিন্তায় ডুবে থাকে"!