সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বড় একটা মিথ্যে অনূভুতির নামঃ "আমি তোমাকে ছাড়া বাঁচবোনা"..মারাত্নক এই অনুভুতির কোনো "Expire Date" নাই !
"তোমাকে ছাড়া বাঁচবোনা" এর অর্থটা হল; নিজেকে দূর্বল মনে করা, নির্ভরশীল মনে করা.. কিন্তুু বিশ্বাস করো সত্যিকার অর্থে পৃথিবীর কেউই এরকম নির্ভরশীল নয়, দূর্বল নয়.. তুমি, আমি, সে, কেউনা.. সবাই মিথ্যা বলে.. প্রচন্ড মিথ্যা..!!
হয়তো তুমি ভাবছো, একটা নির্দিষ্ট মানুষকে ছাড়া বুঝি তুমি বাঁচতে পারবে না, তাহলে বড্ড ভুল ভাবছো তুমি.. সবাই বেঁচে থাকে.. কখনোই একটা মানুষের চলে যাওয়াকে কেন্দ্র করে আরেকটা মানুষ মরে যায়না.. ভীষন বোকামী এটা.. হয়তো বহুদিন একটা মানুষের হাত ধরে তুমি পথ চলতে, ক্লান্ত হয়ে গেলে কাঁধে মাথা রেখে সুখ খুঁজতে, রাতের বেলা দু'ঘন্টা কথা বলে ঘুমোতে, মানুষটা পাশে থাকলে অনেক সুন্দর মূহুর্ত কাটতো তোমার, ভালোলাগে; ভালোবাসো তুমি তাকে.. হঠাৎ একদিন মানুষটা নেই; হারিয়ে গেছে.. এর অর্থ এই না যে তোমার সবকিছু থেমে যাবে "শুধুমাত্র একটা হাতের জন্য, একটা কঁধের জন্য, একটা মানুষের জন্য.. কখনোই জীবন এভাবে থেমে যায়না; থেমে যেতে পারেনা..!!
একটা'বার ভেবে দেখো মানুষটা আসার আগেও তো তুমি একটা লাইফ লিড করতা, সেখানে তুমি অনেক কিছুই একা একা করতা, এমন কাউকেই তোমার লাগেনি যাকে ছাড়া তুমি মরে যাবে.. তাহলে আজ কেন তুমি এতটা নির্ভরশীল? ভুল করেও কখনো একটা মানুষের ওপর এতটা নির্ভরশীল হয়ে যেওনা.. সাংঘাতিক বোকামী এটা..যে চলে যাওয়ার যাক না, যেতে দাও.. দূর্বলতা দেখিয়ে আটকে রেখোনা, বিশ্বাস করো তার চলে যাওয়াতে তোমার জীবন থেমে থাকবেনা.. তুমি একা একাও অনেক কিছু করতে পারো, একসময় পারতে, আর ভবিষ্যতেও পারবা, এইটুকু বিশ্বাস রেখে বেঁচে থাকো.. কষ্ট পেয়ে মরে যাবার কথা কখনোই ভেবনা.. বেঁচে থাকার ভরসা খুঁজতে থাকো.. নিশ্চয় খুঁজে পাবে..!!
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮