কষ্ট দিচ্ছ ! দাও, সমস্যা নেই.. কষ্টটা বুকের ভেতর জমে থাকা অনুভূতিকে বরফ বানিয়ে ফেলবে.. তারপর গভীর রাতে যখন তোমাকে মনে করে জেগে থাকবো; বরফগুলো গলে গাল বেয়ে বালিশে পড়ে শুকিয়ে যাবে.. ভেতরে আর কিছুই আটকে থাকবে না.. কিছুই না..!!
ভুলে যেতে চাও ? ভুলে যাও ! ভুলে যাওয়ার অধিকার তোমার আছে.. তোমার হৃদয়ে কাকে জায়গা দেবে আর কাকে ভুলে যাবে সেই অধিকারটা তোমার.. একান্তই তোমার.. চাইলেই তুমি সেখানে কাউকে জায়গা দিতে পারো,আবার না-ও পারো.. কিন্তুু কাউকে ভালোবাসার নাম করে হাজারটা মিথ্যে স্বপ্ন দেখানোর অধিকারটা তোমার নেই.. টুপ করে কারো জীবনে গিয়ে হাজারটা মনে রাখার মূহুর্ত উপহার দিয়ে সেগুলোকে স্মৃতি করে দেয়ার অধিকারটা তোমার নেই.. একদম নেই..!!
তুমি হয়তো মানুষটাকে ভালবাসো ঠিক অাছে..কষ্ট দাও সেটাও ঠিক আছে.. কিন্তুু কষ্ট দিতে দিতে, যন্ত্রনা দিতে দিতে কখনই তাকে অনূভুতিহীন পাথর বানিয়ে দিওনা.. পাথরকে কখনোই ভাঙা যায়না, ভাঙলেও অবশিষ্ট টুকরো টুকরো অংশগুলোও পাথরের মতই আচরন করে.. যেখানে কখনোই আর অনূভুতি জন্মায় না, ভালোবাসা জন্মায় না.. নিশ্চুপ আবর্জনার মত পড়ে রয়..!!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫