রাজীব নুর ভাই তার পোষ্টে বিভিন্ন শখের কথা বলেছেন আমার ও কিছু শখের কথা মনে পরছে।
ছোট বেলায় স্ট্যাম্প জমাতাম, প্রচুর বই পড়তাম, বই সংগ্রহ করতাম (নীল ক্ষেত থেকে অল্পদামে পুরান বই ও কিনেছি), গান শুনতাম, ক্যাসেট জমাতাম, টিভি, সিডি, ডিভিডিতে মুভি দেখতাম, অনলাইন এ চ্যাট করার নেশাও ছিল অনেক । এখন বই পড়া, গান শোনার অভ্যাস হারিয়ে গেছে। স্ট্যম্পের কালেকশন কোথায় আছে মনে পড়ছে না। শেষ কবে শখের বশে বই পড়েছি মনেই পড়েনা। নিতান্ত প্রয়োজনীয় বই পড়তে হয় তাই পরি। করোনার দিনগুলোতে আগের মতো বইপড়া, গান শোনা, মুভি দেখার অভ্যাস শুরু করেছিলাম, বেশিদিন এই সুখ সহ্য হয়নি, বাধ্যতামুলক ভাবে অফিসে যেতে হয়েছে, কিছুদিন পরেই। কোন তথ্যের প্রয়োজন হলে বই এর দরকার হয়না, গুগলের সাহায্য নিতে হয়। সময়ই হয় না। সময়গুলোও যেন কোথায় হারিয়ে গেছে। আড্ডা, ফোনালাপ এগুলোও হয় না। ফোনে কথা বলতে ভালোই লাগে না। কেউ ফোন করলে বিরক্তই লাগে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫