
সামুর ব্লগাররা কি সবসময় মুখে সত্য কথাটি বলেন? কি থাকে তাদের মুখে আর কি থাকে মনে... আসুন জেনে নেয়া যাক অক্ষরের পেছনের কথাগুলো...

সাহায্য/সহায়তা/উদ্যোগী পোস্টে: “সাথে আছি.../পাশে আছি...”
বাকিটা: তবে ঐ কমেন্ট পর্যন্তই...

আড্ডার নিমন্ত্রণ পোস্ট: “ইশশ! দেশে থাকলে ঠিকই আসতাম...”

বাকিটা: তবে অবশ্যই মূল নিকে...

আড্ডা পরবর্তী পোস্টে: “ইশশ... অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মিস করলাম...”

বাকিটা: “কারণ আজ গার্লফ্রেন্ডের সাথে ডেটিং ছিলো...”


নোটিশবোর্ডের পোস্টে: দারুণ উদ্যোগ!

বাকিটা: “...অক্ষণি অন্য নিকে আইতাসি, ফাটায়লামু!!”

মন্তব্য: “প্রথম ভালো লাগা...” (পোস্ট দেয়ার ৪১ সেকেন্ডের মাথায়)
অর্থ: পড়ি নাই...

কবিতা পোস্টে: “{পরিচিত শব্দযুক্ত মূল কবিতার দুই লাইন} + {অসাধারণ!/মন ছুঁয়ে গেল!} + {ইমো}”
অর্থ: কবিতার আগা-মাথা কিছু বুঝি নাই...

মন্তব্য: সোজা প্রিয়তে...
কারণ: “পড়ি নাই...”

মন্তব্য: হুমমম... ভালোই লাগলো...
বাকিটা: “চ্যাটবক্সে লিংক দিসেন দেখে ভদ্রতা দেখায় একটা কমেন্ট মারলাম... জাতে উইঠেন না...”

কমেন্টের জবাবে:

অর্থ: কমেন্টের রিপ্লাই না দিলে দেখতে খারাপ লাগে... তাই....
কমেন্ট: {পোস্টের বিশাল অংশের কপি-পেস্ট} + সহমত
অর্থ: হঠাৎ ভাব লওনের ইচ্ছা হইসে...

মন্তব্য: "পোস্টের কিছু অংশ দুর্বল বলে মনে হলো..."
অর্থ: আসলে পোস্ট ঝাকানাকা হইসে... মাগার আপনার লগে আমার ব্লগে আগের ক্যাতা আছে..."

মন্তব্য: "{ইমো+ইমো+ইমো+ইমো+ ..... +ইমো}" অথবা "++++++++++++++" অথবা "খিকজ!" অথবা "লোলজ!" অথবা "জটিল!" অথবা "জোসসস" অথবা "সিরাম" অথবা ""
অর্থ: পড়ি তো নাই-ই... কমেন্ট লেখনেরও টাইম নাই!

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৫২