
হলিউড স্টার রবীন্দ্রনাথ: "আমি এ কেবল মিছে বলি... শুধু আপনার মন ছলি... কঠিন বচন শুনায়ে তোমারে... আপন মর্মে JOLIE..."


মুদির দোকানদার রবীন্দ্রনাথ: "চুকিয়ে দেবো বেচাকেনা... মিটিয়ে দেবো গো... মিটিয়ে দেবো লেনাদেনা...
বন্ধ হবে আনাগোনা এই হাটে... তখন আমায় নাইবা মনে রাখলে...


উইকেট কিপার রবীন্দ্রনাথ: "বল দাও, মোরে বল দাও..."


রিয়ালিটি শো-এর বিচারক রবীন্দ্রনাথ: "তুমি কেমন করে গান কর যে গুণী..."


আয়কর ফাঁকি দেয়ার অপরাধে গ্রেফতার কবিগুরু: "আজি এ প্রভাতে রবির কর... কেমনে পশিল প্রাণের পর..."
সকল ছবির এডিটিং: নাফিস ইফতেখার
ডিসক্লেইমার: কবিগুরু, পারলে এ জন্মে মাফ করে দিয়েন, আগামী জন্মে আপনাকে KFC-তে ট্রিট দিবো, পাক্কা... মিস নাই!

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২১