সানগ্লাস পরা ইমোটিকে 'চাম-হাসি' নাম দিয়ে বা চোখ টিপকে 'ধরা খাইসে' বলে অভিহিত করে এতোদিন ধরে সামহোয়্যারের কিছু ইমোটিকনের মনের আসল কথাগুলোকে চাপে দিয়ে রেখেছে ব্লগ কর্তৃপক্ষ। কিন্তু ইয়োর অনার, সত্য কোনদিন চাপা থাকে না... ছাই চাপা আগুনের ফুলকির মতো জ্বলে ওঠে... আসুন দেখে নেই আসলে সামুর ইমোরা আমাদের কি বলতে চায়... একটি অনুসন্ধানী পোস্ট!

= আইজ আমার বিয়া!

= কস কিরে মমিন, এতো সুখ!

= ইয়ো! খামন-খামন, রবি-হাসন-লালন!

= পুরাই লুল!

= আমার পোষা বিলাইটা মরসে!

= আমি শ্যাষ!

= এইবার কিন্তু বেশি হইতাসে কইলাম!

= মাত্রা ছাড়ায় গেসোস... ইয়া আলি!!

= থাক কিসু না কই, আমি নাদান ব্লগার!

= ক্যামনে কি?

= ওরে মোর খোদা!

= লজ্জা-শরমের মাথা চাবায় খাইসি!

= আইজ পেপসোডেন্ট দিয়া দাঁত মাজছি!

= আইজ কালা-মাজন দিয়া দাঁত মাজছি!

= ওই! তোরা কি শুরু করলি?

=এঁহ্! আমি ভালো পোলা, গণ্ডগোলে যাইনা!
:#> = আইজ আমার গায়ে হলুদ!
:!> = আইজ আমার বাসর রাত!

= এ্যাঁ!
:-& = উঁ!
:> = আমি লিবিস্টিক দিসি!
:-< = ওই যাইগা, তোগো ভাবী বাড়িত ওয়েটিং!

= আমি সামুর মডু!

= তো...? কিতা হইসে!

= খাড়া! পরাণ ভইরা দেইখা লই!

= তব একি দেখি!

= দেখ! আমার জিবলা কতো লম্বা!

= হেঁহ্ আইসে! পুরান পাগল ভাত পায়না...

= খবর কি চান্দু!

= উ.. লা.. লা...

= এইটা বেশি জোস হইসে!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬