এই পোস্টটি সবার জন্য নয়। যারা ছোট কিন্তু কার্যকর সফটওয়্যারের খোঁজে থাকেন তাদের জন্য।
ছোট ছোট সফটওয়্যার তাই পোস্ট বড় করার অর্থ হয় না।
XMPlay: মাত্র ৩৮০ কিলোবাইট সাইজের একটি মিউজিক প্লেয়ার হচ্ছে XMPlay।
সুবিধা:
১. এটি চালাতে পারে OGG / MP3 / MP2 / MP1 / WMA / WAV / AIFF / CDA / MO3 / IT / XM / S3M / MTM / MOD / UMX / PLS / M3U / ASX / WAX ফরম্যাটের ফাইল।
২. সাইজে খুবই ছোট।
৩. সম্পূর্ণ পোর্টেবল।
অসুবিধা:
১. flac ফরম্যাট সাপোর্ট করে না।
২. ইন্টারফেস দেখতে ভালো না।
ডাউনলোড লিংক: www.un4seen.com
-------------------------------------------------------------------------------------
Switch Plus: মাত্র ৪৭০ কিলোবাইটের একটি অডিও কনভার্টার।
সুবিধা:
১. অনেক ফরম্যাট সাপোর্ট করে: MP3 / WMA / WAV / OGG / AAC /M4A / FLAC / AU / AIFF/ GSM / VOX / RAW / AMR / WPL / RSS
২. দ্রুত কনভার্ট হয়।
অসুবিধা:
১. পোর্টেবল নয়।
২. কোন কোন ফরম্যাটের (অপ্রচলিত/জনপ্রিয় নয় এমন) ক্ষেত্রে নেট থেকে কোডেক নামাবে, তবে সেটা কয়েক কিলোবাইটের বেশি নয় সাইজে।
ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?w5kytdnjmyn
ইন্সটল পদ্ধতি: Zip ফাইলটির ভেতরের SwitchSetup.exe ফাইলটা খুলে ইন্সটল করুন। এবারে সফটওয়্যারটি চালু না করে অথবা চালু করা থাকলেও বন্ধ করে Patch.exe ফাইলটা খুলুন, Yes এ ক্লিক করুন। ব্যস আপনার সফটওয়্যার তৈরি।
----------------------------------------------------------------------------------
MP3 Quality Modifier: বিটরেট ও কোয়ালিটি পরিবর্তন করে খুব সহজেই বড় mp3 ফাইলকে ছোট করে ফেলুন। সফটওয়্যারটির সাইজ মাত্র ৩১৯ কিলোবাইট।
সুবিধা:
১. অনেক বড় mp3 ফাইলকে নিমেষেইছোট করে ফেলে। যায়গা বাঁচায় আপনার mp3/mp4 player এর।
২. ফাস্ট কনভার্শন।
৩. পোর্টেবল।
ডাউনলোড লিংক: View this link
----------------------------------------------------------------------------------
(চলবে)