বুঝলাম না কিছু হঠাৎ এমন কেন ? ভয় পেয়ে গেছিলাম,মনে হচ্ছিল ব্লগ আমাদের মাঝে থেকে হারিয়ে যাবে। কিন্তু না আল্লাহু
তাআলার অশেষ রহমতে আবার ফিরে এসেছে।
ভয় পাওয়ার কারন ছিল বিশেষ করে ব্লগে ঢুকতে চাইলে উপরের যে ছবিটা আছে ওইরকম একটা পেজ আসতো ।
মনে হচ্ছিল ব্লগের হোস্ট শেষ হয়ত হার্ড ড্রাইভ ফুল হয়ে গেছে ।
যাক ফিরে এসেছে এতটাই বড় । অনেক ধন্যবাদ ব্লগ টিমকে আমাদের মাঝে আবারো ব্লগ কে ফিরিয়ে দেয়ার জন্য।
তবে এক্কেবারে কখনো যদি ব্লগ বন্ধ করে দেয়া হয় তাহলে অবশ্যই আমাদের একটা নোটিশ দিয়ে জানিয়ে দেয়ার
অনুরোধ থাকলো।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৩