গতকাল কাঁচা বাজার করতে গেছিলাম নতুনবাজার। প্রথমে এক মুঠো পুঁইশাক কিনলাম ৪০ টাকা দিয়ে,এর পর আরাই কেজি ওজনের
একটা মিষ্টি কুমড়া কিনলাম ২০০টাকা দিয়ে,তারপর এক কেজি কচুর ছড়া কিনলাম মাত্র ৮০ টাকা দিয়ে আর এক কেজি পোটল কিনলাম
৭০ টাকা দিয়ে।
যে পুঁইশাক গত কয়েকদিন আগেও মনে হয় বিশটাকা আঠি ছিল সেটা এখন চল্লিশ টাকা দিয়ে কিনতে হলো। পুঁইশাক কেনার পর
বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম ভাই শাকের এত দাম কেন ? কয়েকদিন আগে কিনছিলাম বিশটাকা আঠি।
বিক্রেতার উত্তর ভাই শাক আগে দেশে চাষ করা হয়েছে,আর তখন শাক আসতো ট্রাকে করে। আর এখন দেশে শাক সবজি চাষ হয়না,
এখন এগুলো প্লেন দিয়ে আমেরিকা থেকে আনা হয় তাই এত দাম ।শাক বিক্রেতার উত্তর শুনে তার সাথে পাল্টা জবাব দেয়ার মত সাহস
আমার হলো না।
সবজি বিক্রেতার কাছ থেকে কচুর ছড়া,মিষ্টি কুমড়া আর পোটল কেনার পর দাম পরিশোধ করার সময় তাঁকেও দাম বেশি কেন বলতে,
সেই প্রায় আমার উপর ক্ষেপে গেছেন । ভাগ্য ভালো পাশে পরিচিত একজন সবজি বিক্রেতা থাকায় তিনি বিষয়টা হেসে দিয়ে মশকরার
চলে বিষয়টি অন্য দিকে মোড় দেন না হলে হয়ত সবজি দোকানির সাথে আমার এক চোট হয়ে যেত।
গেলাম কাঁচামরিচ কিনতে জিজ্ঞেস করলাম ভাই কত করে ? উত্তর একজন বললো ভাই এক কেজি পাঁচশত টাকা (৫০০) টাকা ।
আরেক জন বললো ভাই দামাদামি করতে পারবেন না সারাদিন ছয়শত (৬০০) টাকা বিক্রি করছি,এখন আপনি নিলে অল্প কিছু
মরিচ আছে একদাম চারশত (৪০০) টাকা পড়বে। পরে আমি বললাম ভাই এককেজি নেয়া সম্ভব না আমাকে আরাইশত গ্রাম দেন ।
পরে কাঁচা মরিচ সহ বাকি শাক সবজি নিয়ে বাসায় ফেরার পথে পাশের চায়ের দোকানে বসলাম চা খাওয়া জন্য। চায়ের দোকানে থাকা
পরিচিত জনদের সাথে চায়ের চুমুকে চুমুকে শাক সবজির দাম বেশি কেন সহ নানান বিষয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে একজন
বললেন ভাই আগেও বাজার নিয়ন্ত্রণ করত বিভিন্ন মহলের মানুষজন সিন্ডিকেট এখনও বাজার নিয়ন্ত্রণ করে বিভিন্ন মহলের লোকজন
বা ওই সিন্ডিকেটের লোকজনেরা।তাই বাজারের দাম কমার পরিবর্তে আরো বাড়ছে।
পাশে থাকা আরেকজন বলে উঠলেন ভাই আপনাদের ধারনা ভুল। আসলে এখন বাজারে বিভিন্ন শাক সবজি কোনো
সিন্ডিকেটের জন্য দাম বাড়ছে না বরং একটু মাথা ঘামান চিন্তা করে দেখুন মাত্র দুই মাস আগে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালী ফেনী সহ বিভিন্ন অঞ্চলে বণ্যায় প্লাবিত হয়েছে। এরপর এখন দেখুন উত্তর অঞ্চলের জামালপুর,শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি অঞ্চল
বণ্যার পানির নিচে। মানুষের চাষ আবাদ সব পানির নিচে। চাহিদা অনুযায়ী যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ শাক সবজি সহ বিভিন্ন
ফসল পাওয়া যাচ্ছেনা তাই কাচা বাজারের তথা শাক সবজির এত দাম। এখানে সিন্ডিকেটের কিছু নেই।আমি কান সজাগ রেখে শুধু শুনলাম। কথা না বাড়িয়ে বাসায় চলে আসলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৩