আল্লাহ পাক রাব্বুল আলামীন এর নির্দেশে ফেরেশতাগন নবী হযরত লুত ( আ: ) কাছে তার উম্মতদের
জঘন্যতম অপরাধের শাস্তি হিসেবে তাদের ধ্বংস করে দেয়া হবে জানালেন। নবী লূত ( আ: ) খুব ভেঙ্গে পড়েন।
তখন ফেরেশতাগন নবী ( আ: ) কে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহপাক আপনার পরিবারকে হেফাজত করবেন তবে
আপনার স্ত্রী ছাড়া সকলকে । তার কারন হলো আপনার শ্ত্রী অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত ।
এতে হযরত লুত (আ) আরও বিষণ্ণ হয়ে পড়েন তখন ফেরেশতারা বলেন যদি আপনার শ্ত্রী এই এলাকা ছেড়ে
যাবার সময় পিছনে না ফিরে তাকায় তাহলে তার উপরে আল্লাহর গজব পতিত হবে না ।
তখন ওই স্থান থেকে রাতে যাবার সময় নবী দূত ( আ: ) তার পরিবারের সকল সদস্যদেরকে পিছনে তাকাতে নিষেধ করলেন।
নবীর নির্দেশ সবাই মানলেও তার অবাধ্য শ্ত্রী মানেননি। আর তার ফলে পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর নির্দেশে
ফেরেশতারা তাকে পাথরের মূর্তিতে পরিনত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিনত করে দেন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৫