সংশ্লিষ্ট বাংলাদেশের নৌ জাহাজ এবং লঞ্চ মালিকদের দৃষ্টি আকর্ষণ করছিঃ-
আমার মনে হয় ঢাকার সদরঘাটে অবস্থানরত বরিশালের লঞ্চগুলোকে সরকারি উদ্যোগে নোয়াখালী, ফেনি, কুমিল্লা এবং বন্যা কবলিত সকল এলাকাগুলোর দিকে চালানো উচিত। তাছাড়াও ভোলা এবং বরিশাল সদরঘাটে প্রচুর বড় বড় লঞ্চ কম বেশি সব সময় রিজার্ভ থাকার কথা বা যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে সেগুলোকে বন্যা কবলিত এলাকার দিকে নিয়ে যাওয়া হোক।
এগুলো অনেক বড় বড় সেই হিসেবে এক একটা লঞ্চে ০৪ থেকে ০৫ হাজার মানুষ অনাশয়ে আশ্রয় নিতে পারবে।
আমার মতে বিশেষ করে এই মুহূর্তে অন্তত ভাসমান আশ্রয়কেন্দ্র হিসেবেও লঞ্চগুলোকে ব্যবহার করা যেতে পারে।
সব শেষে নিচের ছবিটাকে চিনে রাখুন জল সন্ত্রাসী
[
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯