গত সপ্তাহে আমার দুইটি নতুন বই প্রকাশিত হয়েছে।
এর মধ্যে তাম্রলিপি থেকে প্রকাশিত ময়াল আমার প্রথম সায়েন্স ফিকশন বই। এটিকে উপন্যাস হয়তো বলা যাবে না। এই বই লিখেছি দুই কারণে। একটা হলো আমার প্রকাশক তাম্রলিপির রনির তাগিদে। আর একটি, যেটা মূল কারণ, সেটা হলো আমি কাল্পনিক কিছু লিখতে পারি কিনা সেটা বোঝার জন্য।
সায়েন্স ফিকশন মানে আগামী দিনের গল্প। কিন্তু দূর ভবিষ্যতের ছবি আঁকাতে আমার তেমন একটা জোর নাই। কাজে ভাবলাম বর্তমানেই ভবিষ্যতের গল্প লেখা যায় কিনা।
বই-এর বিষয়বস্তু সহজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কোল্ড ফিউশন। সেখান থেকে একটু রহস্য আর থ্রিল। বলা বাহুল্য রোমান্সও ছিল। তবে, সেটা না থাকার মতোই।
বর্তমান সময়ের গল্প, বাংলাদেশের গল্প।
ইমোশনাল মার্কেটিং উদ্যোক্তাদের জন্য আমার ধারাবাহিক প্রচেষ্ঠার তৃতীয় এপিসোড।
এর আগে গ্রোথ হ্যাকিং মার্কেটিংটা লিখেছি। েসটা ছিল বিনা পয়সায় গওরথ আর রিটেনশনের লক্ষ্যে। তারপর শরবতে বাজিমাত ছিল তিন তরুণের উদ্যোক্তা হওয়ার ধাপে ধাপের লড়াই। আর ইমোশনাল মার্কেটিং, মার্কেটিং-এরই বই। তবে, মার্কেটিং-এ ইমোশনকে ব্যবহার করা যতোটা না সরাসরি বিক্রি বাড়ানোর তার চেয়ে বেশি নিজের ব্র্যাডের সঙ্গে ক্রেতাকে একাত্ম করার। গ্রোথ হ্যাকিং-এ যেমন দেশীয় উদাহরণ ছিল এটিতেও তাই রেখেছি।
ময়াল প্রকাশ করেছে তাম্রলিপি। বই মেলায় ১৭ নং প্যাভিলিয়ন।
আর আদর্শের স্টল নং ৪২১-৪২৪ভ
আজ-কাল-পরশু রকমারি থেকে কিনলে পেয়ে যেতে পারেন টি-শার্টও।
রকমারিতে ময়ালের লিংক -
রকমারিতে ইমোশনাল মার্কেটিং-এর লিংক -
লেখক-পাঠকের জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮