প্রোগ্রামিং কেন করতে হবে তা নিয়ে অনেক মতবাদ আছে।
তবে, প্রোগ্রামার হতে না চাইলেও কোডিং করার একটা অভিজ্ঞতা সবার থাকা দরকার বলে আমি মনে করি। এটার পেছনে আমার দুইটা যুক্তিও আছে যা কারো কারো কাছে খেলো মনে হতে পারে।
এক নম্বর হল প্রবলেম সলভিং-এর দক্ষতা। এখানে একটা এপ্রোচ হল বড় সমস্যাকে ছোট ছোট সমস্যাতে ভাগ করে তারপর সমাধান করা। ঠিক এই কাজটার দক্ষতা বাড়ে কোডিং শিখলে। কারণ কোডিং মানেই হল মডিউল, ফাংশন ইত্যাদি।
দুই নম্বরটা এক নম্বরের সঙ্গে সম্পর্কিত। কোডিং-এ ভাল হতে হলে এলগরিদম জানতে হয়। আর সেটা জানা হয়ে গেলে ছোট ছোট সমাধান জোড়া দিয়ে কেমন করে বড় একটা কিছু করা যায় তার একটা চর্চ্চাও হয়।
এই দুইটা কারনে এখন বিশ্বব্যাপী কোডিং-এর প্রতি নজর দেওয়া হচ্ছে। আমরাও এমন একটা কিছু করতে চাচ্ছি। আর এজন্য গতবারের চেয়ে বড় আকারে এবারের কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছি। সপ্তাহটা পালিত হবে ৭-১৫ ডিসেম্বর। তবে, প্রস্তুতি মূলক কর্মকাণ্ড শুরু হবে কালকে থেকে।
বিস্তারিত এখানে দেখা যাবে
এই আয়োজনের প্রথম প্রোগ্রামিং আড্ডাটা হবে শনিবার, ২১ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ক্লাসরুম বিকেল চারটা থেকে ৬টা।
সেখানে প্রোগ্রামিং কেমন করে শুরু করতে হবে আর কেমন করে আগাতে হবে তা নিয়ে একটা আড্ডা হবে। তাহমিদ রাফি আড্ডাটা সঞ্চালন করবে। এছাড়া অন্যরাও থাকবে।
যোগ দেওয়ার জন্য কেবল হাজির হলেই হবে। কোন রেজিস্ট্রেশন ইত্যাদি লাগবে না।
কাজে আগ্রহীরা যোগ দিতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬