দীর্ঘতর মোমের ছায়ায় ভেসে উঠছে
সুভদ্রা কলোনী
আঙুরবাগানের হাওয়ায় উড়ে যাবো
অনেক বোকাসোকা রুমাল ফেরত মুহূর্তের টিলা
থেকে নেমে এসেছে
আমাদের একাকী রাতের মেঘরাস্তা
আজ শোকের সুড়ঙ্গে
উজ্জ্বল সহযাত্রীর মশলাবনস্মৃতি থেকে ছিন্ন হবে
অবগাহনের ভোজ উৎসব
আঙুলের ভাজ থেকে ঝরে পড়বে রোদসম্ভাবনা
দয়িতার শোকে কাঠের আকাশও ঢলে পড়েছে
দুঃখে কাতর মহিমা ইশকুলের ছাদে
পাতার তরবারীতে লাফিয়ে উঠছে কৈ মাছের পাশে
পড়ে থাকা সন্ধ্যাবটি
ক্ষুদ্র ক্ষুদ্র ছায়াতরীগুলো ভেসে চলেছে মেঘান্তরে
হলুদ আত্মত্যাগী ডানাও আজ
দেহধুলো নদীর মতো দেওয়াল ঘোড়ার খুরে
চুপ হয়ে আছে
তাদের ঝাউবন দখল হয়ে গেছে