দৃশ্যবাদী কাঠুরে ও তার গোপন রান্না ঘরের পাশে
আমি দেখি জানালায় ভালুকের ছবি
অর্ধেক নারী অর্ধেক পুরুষেরা বৃক্ষের ছালের মধ্যে
চোখ ডুবিয়ে দেখছে পোকাদের সুচুম্বন
সুদূরে তার ছায়ার শীতে জড়োসড়ো কালো হরিণের ছাপ
যার কোলে মুখোশের দর্পচূর্ণ দেয়াল
নির্জন গ্রীবায় জঙ্ঘায় জাগিয়ে রাখে সুষমার সিঁথি
ঘুম ভাঙিয়ে
মোমের নাভিতে জ্বালিয়ে দেয় তৃষ্ণার নৈশলিপি
সুদৃশ্যের তাবু ঘরে
বাঘিনীর গর্জন ও মুন্ডবিহীন রাজকুমারের ধড় বেয়ে
যেসব সরীসৃপ নৃত্য করছে
তাদেরকে দেখছেন নির্লিপ্ত ফটোগ্রাফার
আমি নীল যাদুঘরে একখানা পায়ের ছাপ দেখি
মটরশুটির শুকনো পাতার শব্দে
মচমচ করে ওঠে শহরের অলিগলি
দূরে ভেঙে পড়ে একটি ব্রিজ
হাড়ের কম্পনে তৈরি একটা ছবি ঘরের দেয়ালে
জড়াজড়ি করে কিছু চূড়ির শব্দ
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৮