আজকের শহীদ মিনারের উপরের আকাশের ক্ষনে ক্ষনে রঙ পাল্টাতে দেখে আমার কেবলই মনে হচ্ছিলো হয়তো সেও তার অস্থিরতা দেখাচ্ছিলো।























.................................................................................................
আজকে একটা অবাক হওয়ার মতো বিষয় লক্ষ করলাম এখানে পুরো সময়টাতেই। সবাই যেন নিজে থেকেই স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করছে। যে যার মতো সারি-বদ্ধভাবে, লাইন ধরেই সামনের দিকে এগুচ্ছে। যদিও লাইন না ধরে গেলেও ঢুকতে দিচ্ছিলো আবার কিছু কিছু বিশ্রিংখল মানুষ লাইন ছাড়া ফুল দিয়ে এসে লাইনে থাকা মানুষদের বলছিলো যে, 'আপনারা লাইনে শুধু শুধু না দাঁড়িয়ে এমনিই চলে যান।' কিন্তু সবাই কেন যেন যে যার মতো এই কড়া রোদ্রে, বৃষ্টিতে ভিজেই লাইনে আড়াই-তিন ঘন্টা ধরে নিরবে,শৃংখলাবদ্ধ ভাবে দাড়িয়েই স্যারকে দেখতে গেলো।
আমাদের মতো বিশৃংখল মানুষগুলা এভাবে কোন ভলান্টিয়ার বা আইন শৃংখলা বাহিনী ছাড়াই নিজে থেকে এত কষ্ট সহ্য করে এরকম একটা সুন্দর পরিস্থিতির উদাহরন দিলো, তা আমি কেন যারা দেখেছেন, তারাই হয়তো অবাক হয়েছেন। তাও আবার রমজান মাসে! রোজা রেখে!!
সত্যিই স্যার, আপনি যে মৃত, এটা হয়তো এখনো আমাদের বিশ্বাস হচ্ছে না।