শুধুমাত্র কেক ও চকোলেটের জন্য বিখ্যাত । শেওড়া পাড়ায় অবস্থিত ।
২. Nutrine :
কাজী পাড়ায় অবস্থিত এই কেক ও চকোলেটের দোকানটি মোটামুটি ভালই বড় স্পেস নিয়ে করা আর ডেকরেশনও অপেক্ষাকৃত অনেক সুন্দর।
৩. Indian Spicy :
ইন্ডিয়ান স্পাইসির ডেকরেশন বাহির থেকে দেখতে যেমন অনেক সুন্দর মনে হয়, ভেতর থেকে অতটা নয় । আর এর ভিতর স্পেইস নাই বললেই চলে এবং সব সময় একটা স্মোকি স্মোকি ভাব থাকে । এদের কোনো ওয়াশ রুম নেই সো সিঙ্গেল ছাড়া কাপল বা ফ্যামেলি নিয়া গেলে বিপদে পরতে পারেন । তবে এদের খাবার কিন্তু জোসই বলা যায় ।
কাজী পাড়ায় অবস্থিত।
৪. Iqra Chinese Restaurant :
এটি শেওড়া পাড়ায় অবস্থিত । খাবারের মান ভালোই । আর পরিবেশটাও সুন্দর।
৫. Iqra Restaurant :
কাজী পাড়ায় অবস্থিত । এখানে গেলে আপনি এর গ্রিল টা খেতে পারেন।
৬. KFFC :
এখানে কখনো খাইনি। নামটা দেখেই কেমন যেন লাগে!
নকল করার মাঝেও কিন্তু একটা আর্ট রাখতে হয়, নতুবা বড় স্পেস নিয়া দিয়াও ধরা খাওয়ার সমুহ সম্ভাবনা ।
শেওড়া পাড়ায় অবস্থিত।
৭. ক্যাফে রঙ্গিলাঃ
কাজীপাড়ায় অবস্থিত এই রেস্তরা টির গ্রিলই খেয়েছি । অন্য কিছু কেমন জানি না । ব্যাপক মজা।
৮. মুসলীম বিরিয়ানি হাউজঃ
বিরিয়ানি হাউজ হলেও এর বিরানির চেয়ে আমার কাছে ভুনা খিচুরিই বেশি পছন্দ আমার কাছে । মিরপুর ১০ এ অবস্থিত ।
৯. ঘরের ছোঁয়াঃ
মুসলীমের পাশে এই রেস্টুরেন্ট টি স্পেইসের দিক থেকে অপেক্ষাকৃত বড় ও নাইসলি ডেকরেটেড । এখানেও আমি ভুনা খিচুরই খাই । তবে খাবারের মান ঠিক থাকলেও ইদানিং এদের সার্ভিসের মান আস্তে আস্তে নিম্ন মানের হয়ে যাচ্ছে । যার কারনে এখানে না যেয়ে মুসলীমেই যাই ।
১০. Gossip :
মিরপুর ২ এ অবস্থিত । এই রেস্টুরেন্টটিকে চাইনিজ? না ফাস্ট ফুড? না জাঙ্ক-ফুড হিসেবে ব্যাক্ষা করবো বুঝতে পারি না । একে আকাশের সাথে তুলনা করা যায়, এর ইনভায়রনমেন্ট, খাবার, সার্ভিস ইত্যাদি একেক দিন একেক রকম থাকে । পুরাই আবাল হয়া যাইবেন ।
১১. রসায়নঃ
প্রথমেই বলে নেই এই রেস্টুরেন্ট টি তার লভ্যাংশের পুরো টাকাটাই ব্যয় করে পথ শিশু দের জন্য । এবং এ জন্য তাদের স্যালুট ।
তবে এর খাবার গুলো কম্বো-স্টাইলেই করা আর দাম হাতের নাগালের চেয়েও কম । মিরপুরে আসলে সবার আগে এখানে একবার ট্রাই কইরেন ।
ডেকরেশনও অনেক ভালো । সনি সিনেমা হলের দিকে ওয়েস্টার্ন গ্রিলের পাশে অবস্থিত ।
১২. Dhaka Chicken :
মিরপুর ২ নং স্টেডিয়ামের ঠিক পাশেই এই রেস্টুরেন্ট টি নতুন হচ্ছে । হয়া লোক, সবার আগে আমিই কামু ইনশাল্লাহ ।
১৩. Shorma & Pizza :
প্রথমেই বলি, শর্মা এবং এরকম রোল টাইপ কোন খাবার আমার একদম পছন্দ না । আর এখানের পিৎজার কথা বললে আমি পিৎজা হাটকেই প্রেফার করবো । অবস্থিত মিরপুর অরিজিনাল ১০ এর ১ নং বেনারশি পল্লির গেইট এর রোডে ।
১৪. Squizee :
এখানে আপনি মুলত কয়েক প্রকারের ফলের জুস পাবেন । অনেকের ভালো নাও লাগতে পারে বাট, আমি এই গরমে কথায় কথায় ওদিকে গেলেই এখানে ঢুকে এদের লেমন জুস টা খাই। দামও কম।
মিরপুর-১১ এর সাংবাদিক আবাসিক এলাকায় অবস্থিত।
১৫. VIP Resturent :
মিরপুর সনি সিনেমা হলের পাশে এটি অবস্থিত । একবার মাত্র খেয়েছি, তাই তেমন কোন কমেন্ট করতে পারছি না ।
১৬. আব্বাসিয়া হোটেলঃ
পূরবী বাস স্ট্যান্ডের আব্বাসিয়া হোটেলের চা কেউ মিস করবেন না এদিকে যদি আসেন ।
১৭. খোকন হোটেল এন্ড রেস্টুরেন্টঃ
এখানে আমি দুপুরে অনেক বিরিয়ানি আর সন্ধায় মোগলাই খেয়েছি।
১৮. সি-ব্লক মোরের বটঃ
সেকশন ১২ নং এর সি-ব্লক মোড়ের বটের টেষ্ট কিন্তু পুরাই লেলে । অর্ডার দেয়ার আগেই লুল বারায়া যাইতারে কইলাম ।
১৯. আলুর দমের চটপটিঃ
আলুর দমের কথা অনেকেই হয়তো শুনেছেন । কিন্তু এই আলুর দমের টেষ্ট কি কেউ নিয়েছেন । এখানে শুধু আলুর দমই না এটা দিয়ে চটপটিও বানিয়ে দিবে আপনাকে । মিরপুর ১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংকের রোডে এ দোকান পাবেন ।
২০. আবুল ভাইয়ের বটঃ
পুরো মিরপুরের বটের জন্য আবুল ভাইয়ের বট বিখ্যাত। এবং বিহারি খাবারের মধ্যে এটি অন্যতম যা খেতে শহরের অনেক জায়গা থেকেই অনেকে এখানে ছুটির দিনে গাড়ি নিয়ে আসে ।
এখানে আমি গেলে বটের চেয়ে তিল্লি টাই বেশি খাই । অনেকে কালো দেখে আর একটু বেশি দাম দেখে তিল্লি অর্ডার দেয় না । আমার রিকোয়েষ্ট ভাই, অন্তত এক শিক হইলেও তিল্লি অর্ডার দিয়েন। অবশ্য এটা একদম গরম গরম খেলে মজাটা থাকে ।
ঠিকানাঃ ১১ নং বাস স্ট্যান্ড থেকে রিকশা নিয়ে ১১ ঢালের উপর বড়-মসজিদের সামনে বললেই হবে । রিকশা ভাড়া বাস স্ট্যান্ড থেকে ১৫ টাকা থেকে ২০ টাকা ।
২১. কাল্লুর চাপঃ
সুস্বাদু খাবার সবাই খাই । কিন্তু প্রযুক্তির ছোয়াঁয় আদি সুস্বাদু খাবারের স্বাদের মান কি একরকম থাকে ? হ্যা কাল্লুর চাপ তার সে মানটি এখনো ধরে রেখেছে একেবারে আগের মতোই । এখানে এলে আপনি এদের কে এখনো খড়ি/লাকড়ির চুলোয় রান্না করতে দেখবেন । আর জানেন তো লাকড়ির চুলার রান্না আর গ্যাস বা অন্নান্য ওভেনের রান্না টেষ্টে কতো পার্থক্য ! না জানলে এসে খেয়ে পরখ করে দেখেন ।
খাইবেন আর কানে হেড ফুন লাগায়া গান ছাড়বেনঃ
"কাল্লু মামার চাপ, আবার জিগায়;
পেইট ভইরে খেইয়ে নাও, বুঝিছাও ভাই "
এটা আবুল ভাইয়ের দোকানের পাশেই অবস্থিত।
২২. জাকিরের চাপঃ
১৯ নং খাবারের তালিকার দোকানের পাশেই এই চাপ-পরোটার দোকান । এর খাবারও ভালো ।
২৩. ডিম রুটিঃ
ডিম রুটি অরেকটি সুস্বাদু বিহারী খাবার । এটা ১১ নং রাব্বানি হোটেলের পাশেই পাবেন ।
২৪. রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টঃ
মিরপুর ১১ এর রাব্বানী হোটেল হল মুল ও আদি রাব্বানী হোটেল । এখানকার গরুর মাংশ ভুনা আর লগে সাদা ভাত বা পরোটা আমার কাছে পুরাই আইজকা লাগে
অবস্থান ১১ নং বাস স্ট্যান্ড থেক একটু ভিতরে, যে কাউকে বললেই দেখিয়ে দিবে ।
২৫. রাব্বানী টি স্টলঃ
রাব্বানী হোটেলের সামনেই এটা । এখানে অবশ্যই চা খেয়ে যাবেন । নয়তো পস্তাইবেন কইলাম ।
২৬. হালিম ও নল্লিঃ
১১ নাম্বার ঢালের উপর বড় মসজিদের সামনে অবস্থিত নল্লি কে না খেয়েছে (যারা এখানে থাকেন)। প্রতি রমজানের প্রথ্যহই আমাদের এখান থেকে নল্লির অর্ডার থাকে পুরো পরিবারের জন্যই। আপনিও খেয়ে যাবেন আশা করছি । আর যারা পছন্দ করেন না, তাদের ক্যালসিয়াম ডাবল করতে এখানে আসতে পারেন । তাইলে আপনার সংসারে সুখ আইবো মাষ্ট
২৭. কোয়েলের ডিমঃ
কোয়েলের ডিম হয়তো অনেকেই খান নাই । না খাইলে দাওয়ার দিয়া রাখলাম । স্পেশালি যাদের সুচিবায়ু আছে কোয়েলের ডিমে। এখান থেকে খেলে ফ্যান হয়া ঘুরতেই থাকবেন । নল্লি-দোকানের পাশেই একে পাবেন ।
২৮. Egg Burger :
নতুন ধরনের বার্গার খাইতাম মুঞ্চাইলে পুরবী বাস স্ট্যান্ডের এইচ এস বি সি ব্যাংকের পাশে চইলা আইসেন । খাবার খারাপ লাগবে না ।
২৯. দই ফুচকাঃ
দই ফুচকা ঝালটাই বেশি পাওয়া যায় কিন্তু এ দোকানে আপনি মিষ্টি টাও পাবেন । সারে ১১ এর থেকে যে রোড টা পল্লবী আবাসিক এলাকার দিকে গেছে ওই রোডে একটু হাটলেই হাতের বাম পার্শে পরবে ।
৩০. নামহীন বিরিয়ানিঃ
এটা মিরপুর ৬ নং বাজার মসজিদের লাইনে মসজিদ থেকে একটু দুরেই অবস্থিত । দোকানের কোনো নাম না থাকলেও এর বিরানি টা কইলাম সেইরকম ।
কিরাম ? -------------ঃ সেইরাম...
৩১. চটপটিঃ
তাছাড়া অরিজিনাল ১০ এ, মিরপুর গার্লস আইডিয়ালের সামনে সুন্দর ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠা অনেক চটপটির দোকান পাবেন যেগুলোর চটপটি ও ফুচকা মারাত্তক ! তবে আমি চটপটির জন্য সারে ১১'র সেতারা কনভেনশন হলের অপজিট রাস্তায় যে গাড়ির চটপটির দোকান টা আছে ঐ টায় একবার খায়েন। এক প্লেট ওইখানে থেকে খেয়ে আসা অসম্ভব ।
৩২. সিঙ্গারা, ফোলোরি, টিক্কাঃ
মিরপুর ১০ গোল চক্কর থেকে ১২ পর্যন্ত অনেক ছোট বড় ফুটপাতের উপর দোকান পাবেন যেগুলো তে কুবই আকইর্ষনিয় দামে সিঙ্গারা, ফোলোরি, টিক্কা ইত্যাদি বিক্রি করে । টেষ্টও কইলাম মাশাল্লাহ ।
................................................................................................
আগের পর্বগুলার লিঙ্কঃ
ঢাকা-মিরপুরের সকল খাওয়ার (ব্র্যান্ড ও ননব্র্যান্ড) রেস্টুরেন্ট সমুহ । পর্বঃ- ১
ঢাকা-মিরপুরের সকল খাওয়ার রেস্টুরেন্ট সমুহ । পর্বঃ- ২
................................................................................................
বিঃদ্রঃ শওকতের কাবাব সহ আরও কিছু নাম ছবি না থাকায় দেয়া হলো না । কয়েক টা তে আবার খাইনি। তাই ওগুলো পরে এডিট করে দিবো ।
.................................................................................................
কেমন লাগলো এ রকম গবেষনামুলক পোষ্ট । ভালো লাগলে জানাবেন আর যারা এর পূর্ববর্তি পোষ্ট গুলা পরেন নাই তারা এই পোষ্টে দেয়া লিংক থেকে পড়ে নেন ।
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।