জেনে বুঝে একি আমি করলাম
প্রেম নামের আগুনেতে হাত বাড়াইলাম।
প্রেমে যে এত মধু আগে কি জেনেছি জাদু
প্রেম প্রেম শুনতে মধু ভিতরেতে আগুন।
গুনীজনে বলে প্রেমের মরা জলে নাহি ডুবে
এ কথা যদি আগে বুঝতাম
প্রেম নামের অনলেতে নাহি ডুবিতাম।
কাঠ পুড়ে কয়লা যেমন হয়
প্রেম মানুষে পুড়াইয়ে ছাই করে হৃদয়।
তারপরেও বলতে হয়-
প্রেমের জ্বলন্ত শিখা চিরদিন রয়
স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮