somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি তেমন কোন লেখক বা কবি না আমি শুধু মনের অব্যক্ত কথাগুলো বলার চেষ্টা করি এই সাইট। আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকল ব্লগারকে এবং পাঠকে অনুরোধ করছি । ধন্যবাদ

আমার পরিসংখ্যান

মোঃ রুবেল জামির
quote icon
তোমার অপেক্ষায়
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শিরোনামহীন

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

আমরা বই খাতার জ্ঞানের কাছে মানুষের যে একটা জ্ঞান আছে সেটা হারিয়ে ফেলেছি। বই খাতার যে জ্ঞান আমরা অর্জন করি তা আমাদের মত মানুষেরই লেখা। তাদেরও একটা চরিত্র ছিল, স্বভাব ছিল, আলাদা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমরা তাদের বই দেখি তাদের না। প্রত‌্যেকটা বই লেখক বা লেখিকার জীবনী দেখলে দেখা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

প্রেম

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

জেনে বুঝে একি আমি করলাম
প্রেম নামের আগুনেতে হাত বাড়াইলাম।

প্রেমে যে এত মধু আগে কি জেনেছি জাদু
প্রেম প্রেম শুনতে মধু ভিতরেতে আগুন।

গুনীজনে বলে প্রেমের মরা জলে নাহি ডুবে
এ কথা যদি আগে বুঝতাম
প্রেম নামের অনলেতে নাহি ডুবিতাম।

কাঠ পুড়ে কয়লা যেমন হয়
প্রেম মানুষে পুড়াইয়ে ছাই করে হৃদয়।

তারপরেও বলতে হয়-
প্রেমের জ্বলন্ত শিখা চিরদিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

আজব লিলা

লিখেছেন মোঃ রুবেল জামির, ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

মানব বৃক্ষ বানাইয়া
পুরুষ নারী সাজাইয়া
খেলছে খোদা আজব লিলা খেলা।।

উল্টো দেশের উল্টো নিয়ম
দিনে রাত হয়, রাত হয় দিন
খাবার দেখলে পেট ভরে ভাই
খাইতে গেলে মরন।।

ত্রিবেদী এমন জায়গা
সেখানে থাকে তিন জনা
সকলের মাঝে থাকে
মজা মারে একজনা।।

জ্ঞানী গুণী মহাজনী
তারাই জানে লিলার মানি
বৃক্ষ দেখে ফল ছিরে খায়
না দেখলে মরন।।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

সাধিনী

লিখেছেন মোঃ রুবেল জামির, ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫


পরেছি এক সাধিনীর হাতে
শিখেছে সে out going
বারে বারে দেখায় সে আমায়
চলে যাবে বৃন্দা বন।

কথা আমি বললে তাকে
আমায় দেখায় আগরতলা
তার কথারই বৃষ্টি ঝড়ে
কান হয়ে যায় ঝালাপালা।

রাগলে তারে দেখায় বাঘিনী
আগের জন্ম বাঘ ছিলনী
আমার লংকায় ডোল বাজিয়ে
করি তাছে সে শাসনগিরী।

রাজ্য ছাড়া রাজা রানী সে
হুংকারে সবাই কাপে
রাজা বলে যে একজন আছে
তখন যায় সে ভুলে।

বাঘিনী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

রাগীনি

লিখেছেন মোঃ রুবেল জামির, ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

রাগীনি আমার রাগ করেছে
কি দিয়ে বুঝাই তারে
আমার যে একটু কথা ছিল
কি করে বলি তারে।

রাগলে তারে স্বর্ণ লাগে
হুংকারে সিংহীর
ত্রিভবন গিলে খাবে
ধরতে পারে যদি।

ওগো আমার ময়না টিয়া
একটু কথা কও না।
তোমার কথা না শুনলে
দিনটা আমার বৃথা।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

আমি তুমি

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

আমি তুমি, তুমি আমি
একই আমি বুঝি
তুমি থেকে আমি হলে
তোমায় আমি খুজি।

আমি আর তুমি নিয়ে
এই দুনিয়ার খেলা
একই বস্তুর দুইটি রুপ
প্রকাশিল খোদা।

আমি যখন তোমাকে খোজে
আমি কে হারাই
তখনি তুমি আমি হয়ে
উদ্দার আমায়।

তোমার আমি তে যখন
তুমি রূপটি পাই
তখনি আবার আমি
আমি তুমি পাই।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

পাকা শিকারী

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

ভয় পাইনা আমি হাংগর, তিমি।
তুমি যদি হও কান্ডারী,
আমি হবো পাকা শিকারী।

সাগরের মাঝেতে বসে
অতল গহীনে ডুবে মুক্ত তুলে
গাথবো আমি প্রেমের মালা
দিব তোমার গলায় পড়িয়ে।

আসুক যত ঝড় তুফান
টলবে না মোর নৌকাখানী
অনন্ত প্রেম সাগরে
সাধের নৌকা দিব ভাসিয়ে।

ওহে মোর প্রাণনাথ,
থাকিও আমার সনে মিশে
তোমারই নাম ধরিয়া, ভব সাগর দিব পারি।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

তরী

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

আমি হলাম তরী,
তুমি আমার সুয়ারী,
তোমায় নিয়ে ডুবতে না হয়
যে এই ভব সাগরে।

তোমার একটু দয়া হলে
দিব আমি সাগর পারি
চোখের পলকে।

গাইবো দুজনে গান
আমি কথা তুমি সুর হয়ে।

সেখানে চানবো দুইজন
বাধব মধুর বাসর
সেথায় রবে না স্বর্গ নরক।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

ওগো অভিমানী

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:২১

ওগো অভিমানী অভিমান করো না
মনের অজানতে কি বলেছি, তা নিয়ে রাগ করো না।
বড় ভালবাসি তোমায়, তা কি তুমি বুঝ না।

আমি যদি তোমায় বুঝি, তুমি কি আমায় বুঝনা।
তোমার কষ্টে বুক ফাটে মোর, তুমি কি তা বুঝনা।

মনের মানুষই বুঝে, মনের মানুষের কথা
দুই অঙ্গ এক না হইলে, প্রেম হয় কেবা।

তুমি আছ হৃদ মাজারে,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     like!

লেখার মত কোন জায়গা নাই

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৬ ই মে, ২০১৭ রাত ৯:১১

কি লেখব মনের কথা ভাই
লেখার মত কোন জায়গা নাই
যেখানে বলব মনের কথা
সেখানে করবে নেগেটিভ কথা বা মজা।

আমি একজন আমার মন এক রকম
আমার মনের মত মন কি হয় কারো
আমার ব্যথায় আমি ব্যথিত
আমার ব্যথায় পায়কি ব্যথা
যে আমার লেখা পড়ে বা মন্তব্য করে ।

বাবার জায়গায় প্রেমিকাতে
অনেকে হয় খুশি ভবেতে
আমার ক্ষুদা বাবাতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

তোমায় একটু দেখার আশা

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বাবাজান তোমায় একটু দেখার আশা
দাড়িয়ে আছি ঠাই
দিন হয় যদি রাত, রাত যদি হয় দিন
তাতে কি আসে যায়
বাবাজান একটু দয়া করে দেখা দেও আমায়।।

নূরে আলা নূর তুমি
রহমতেরই অধিপতি
তোমার ঐ চেহারা মোবারকে
দু'জাহানের ছবি দেখি।
বাবাজান একটু দয়া করে দেখা দেও আমায়।।

তুমি যে আমার জাহের বাতেন
তুমি যে আমার প্রাণ
আমারই মাঝে আছ তুমি
আমি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

তোমার ভিতরে উড়ি আমি

লিখেছেন মোঃ রুবেল জামির, ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭

তোমার ভিতরে উড়ি আমি
তোমার ভিতরে বিরাজমান
ওহে আমার প্রাণও বন্ধু
ওহে আমার বাবাজান।

তোমারই নাম স্বরণে
দুজাহানের শান্তি মিলে
তোমার মাঝে আমি আমার
সব কিছুই হারাই।

ভাবছি আমি তোমায় বসে
তুমি আছ হৃদয় মাঝে
সেথায় এক ঘর আছি
যেখানে তোমায় আমি বসাই।

বস তুমি আপন মনে
দূরে ঠেলে দিয়না মোরে
তোমার দয়া ছাড়া
বাঁচা আমার দায়। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

স্বপ্ন

লিখেছেন মোঃ রুবেল জামির, ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

স্বপ্ন নিয়ে বাঁচি আমি
স্বপ্নের মাঝে হারায়ই
মনের অব্যক্ত কথা গুলো
সেথায় বলা যায়।

সাজি নিজের মত
গাহি আমি গান
মনের রাজ্যের রাজা আমি
প্রজা সেথা নাই।

সবাই রাজা সবাই প্রজা
সবাই গাহি মনের গান
সে গানেতে কোন যে ভাই
ভুল শুদ্ধের বালাই নাই।

বিশ্ব ভুমন্ড আছে সেথায়
আছে মনেরও মানুষ
সে ভুমন্ডের জনক আমি
জনকী তুমি সেথায়।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

দুনিয়ার জ্ঞানী

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

দুনিয়ার জ্ঞানে হই যখন জ্ঞানী
তখন হইয়ে যাই আমি মহাজ্ঞানী
নামের আগে বা পরে
স্বাধীন চেতা, মুক্ত মনের লেখক।

লেখি তখন আবল তাবল
বাদ দেইনা খোদারও তখন
নবী, রাসূল, অলি আল্লাহ্ র করি বদনাম।

যে দেহের অস্তিত্ব নাই, নাই তার জ্ঞানের
তা নিয়েই বদনাম করি আল্লাহ্ ও তার অলিদের
পর্দার উপরে দেখি, ভিতরের খবর নাই
তা নিয়ে বড়াই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

আমার আমার তোমার তোমার

লিখেছেন মোঃ রুবেল জামির, ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

আমার আমার তোমার তোমার
কে বা কার এই ভবে
ঘুরলাম শুধু মায়া জালে
সেথা গিয়ে সব হারালাম।

আমার ভুবনে শুধু আমি
শুধু আমি তাকে দেখি
সে আছে আমার পানে চেয়ে।

লাভের আশায় ভবনে আসলাম
লাভে মূলে সব হারাইলাম
তার না কোন হিসাব পাইলাম।

হিসাবের খাতা খুলি যখন
নিরাশারার ঝড় উঠে তখন
কেন এ ভবে আসলাম
এসে আমি কি করলাম।







বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৯৪৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ