দুনিয়ার জ্ঞানে হই যখন জ্ঞানী
তখন হইয়ে যাই আমি মহাজ্ঞানী
নামের আগে বা পরে
স্বাধীন চেতা, মুক্ত মনের লেখক।
লেখি তখন আবল তাবল
বাদ দেইনা খোদারও তখন
নবী, রাসূল, অলি আল্লাহ্ র করি বদনাম।
যে দেহের অস্তিত্ব নাই, নাই তার জ্ঞানের
তা নিয়েই বদনাম করি আল্লাহ্ ও তার অলিদের
পর্দার উপরে দেখি, ভিতরের খবর নাই
তা নিয়ে বড়াই করে দুনিয়ার জ্ঞানী ভাই।
মরতে হবে এই কথা জানি
মরনের ভয় নাই মনে
আল্লাহ্ আছে মুখে বলি
অন্তরে তার চিহ্ন নাই।
অদৃশ্যের মাঝেও দৃশ্য আছে
এ কথা রাখিও মনে
না বুঝিয়া মারিলে ডিল
সে ডিল নিজেকেই আঘাত করে।
আখেরাত, হাশর, নশর যেমন অদৃশ্যের মাঝে বর্তমান
আল্লাহ্ ও তার অলিরা তেমনি হয়ে আছে বর্তমান ।
ছুরি নিয়ে যেমন করা যায়না বড়াই কুড়ালের কাছে
তেমনি দুনিয়ার জ্ঞান নিয়ে আখেরাতের জ্ঞানীর কাছে।
দুনিয়ার জ্ঞান যাদের কদমে লুটুপুটু খায়
দুনিয়ার জ্ঞানীরা পাথর মারে তাদেরও গায়।
দুনিয়ার জ্ঞানে যদি হওয়া যেত জ্ঞানী
তাহলে আবু জেহেল হত দুনিয়ার সবচেয়ে জ্ঞানী।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯