একজন নির্লোভ, নির্ভীক, সাহসী কলমযোদ্ধা জি এম বাবর আলী আত্মহত্যা করতে পারেন, এটা মেনে নিতে পারছি না। আমার ব্যক্তিগত গভীর সম্পর্ক ছিল তার সাথে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমাদের দু’জনেরই খুলনায় জন্ম। দু’জনই বরিশালে বাস করতাম। তিনি দৈনিক আমার দেশ বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। বরিশাল প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। দৈনিক বরিশাল প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। দৈনিক আমার দেশ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নানা টানাপড়নের মধ্য দিয়ে বাবর ভাইয়ের জীবন-জীবিকা চলত। আমার সাথে জাতীয় প্রেস কাবে দেখা হতো। সেখানে তিনি আমার দেশের সাহসী সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সভা-সমাবেশে যোগদানের জন্য উপস্থিত হতেন। সেই মুক্তির মিছিলে তার সাথে আমিও অংশগ্রহণ করতাম। বরিশাল মাহ্মুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদের তিনি সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। আমি সেখানে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছি। গত শুক্রবার পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ এলাকার অ্যাডভোকেট হেলাল উদ্দীনের ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রাতেই তার লাশ পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়। বরিশালের সাংবাদিকসহ সবস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাবার পাশে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামে তাকে দাফন করা হয়। ৫৭ বছর বয়সী এই মানুষটি কখনো অন্যায়ের কাছে আপস করেননি। তার কলম অন্যায়ের বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে। আর বলবেন না ‘আমার বেতনের প্রয়োজন’। অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর অভিমান নিয়ে না ফেরার দেশে চলে গেলেন। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তার মৃত্যুরহস্য অচিরেই সঠিক তদন্ত করে প্রকাশ করা হোক। তিনি যদি সত্যিই আত্মহত্যা করেন, তার জন্য দায়ী কে? বরিশাল প্রেস কাবের সাধারণ সম্পাদক পুলক দা, মুরাদ ভাইসহ বাবর ভাইয়ের লাশের গাড়ি নিয়ে যখন রাত ৯টায় গ্রামের বাড়ি পৌঁছলাম, তখন বৃষ্টি পড়ছে; কিন্তু তার মা বানুয়ারা বেগমের কান্নার কাছে আকাশের বৃষ্টি পরাজিত হয়েছিল। তার স্ত্রী তাহেরুন বেগম বারবার কাঁদতে কাঁদতে মূর্ছা যা”িচ্ছলেন। প্রথম ছেলে সৈকত ১৯৯৭ সালের ১১ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। এখন তার তিন ছেলে তারিকুল ইসলাম, আমিনুল ইসলাম ও জামিউল ইসলাম। তারা আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না। এমন তিনটি সোনার ছেলেকে রেখে কোনো বাবা আত্মহত্যা করতে পারেন? তার কাছ থেকে যে চিরকুট পুলিশ উদ্ধার করেছে, সেখানেও রহস্য। নিজের আত্মহত্যার কথা এত লম্বা করে কেউ লিখতে পারেন না। পত্রিকার পাতা উল্টালেই রহস্যের তীর গিয়ে বিদ্ধ হয় তার দ্বিতীয় স্ত্রীর দিকে। তার বেপরোয়া জীবনযাপনের অভিযোগ পাওয়া গেছে। সে যে সাংবাদিক বাবর আলীর স্ত্রী এ তথ্য তার মৃত্যুর পূর্ব পর্যন্ত কেউ জানত না। তিনি হয়তো সেখানে এমন কিছু দেখেছেন, যা তার হত্যার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সব কিছুই অনুমানের কথা। তার দ্বিতীয় স্ত্রী যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়িওয়ালাকে নিয়েও পটুয়াখালী শহরে রয়েছে নানা গুঞ্জন। ৩ মে বরিশাল প্রেস কাবে বাবর ভাইয়ের লাশ আনা হয়েছিল। সমাজের সব স্তরের গণ্যমান্য ব্যক্তি তাকে দেখতে এসেছিলেন। ফুলে ফুলে ভরে গিয়েছিল কফিন। সাবেক চিফ হুইপ, সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ্ এসে তাকে শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীর জেলা প্রশাসককে এই বিষয়ে পুনঃতদন্তের জন্য মোবাইল ফোনে নির্দেশ দিয়েছিলেন। তিনিও বিশ্বাস করতে পারেননি, বাবর ভাই আত্মহত্যা করেছেন। বরিশাল বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রথম জানাজা শেষে তাকে যখন তার মাতৃভূমি খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত সবাই বলেছিলেন এটা পরিকল্পিত হত্যা। বাবর ভাইয়ের মৃত্যুর আগে একটি বই লিখেছিলেন দুর্যোগ সংকট। সেখানে সমাজের অনেক সঙ্কটের কথা বলেছিলেন। সেই মানুষটি এত তাড়াতাড়ি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাবেনÑ এ কথা এখনো বিশ্বাস করতে পারছি না। বাবর ভাইয়ের শ্বশুরবাড়ি খুলনার বয়রা পাবলিক কলেজের পেছনে। তার শাশুড়ি কাঁদো কাঁদো কণ্ঠে বলেছেনÑ আমার জামাতা আত্মহত্যা করতে পারে না। তাকে কেউ হত্যা করেছে। বাবর ভাইয়ের ভাই আবুল কালাম আজাদও একই কথা বলেছেন। তিনি এ বিষয়ে দ্রুত তদন্ত করে হত্যারহস্য উদঘাটনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এতেই আমাদের প্রিয় বাবর ভাই বাবার কবরের পাশে শায়িত থেকে আত্মার শান্তি লাভ করবেন।
সাংবাদিক বাবর আলীর মৃত্যুরহস্য মো: মঞ্জুর হোসেন ঈসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
অদৃশ্য দোলনায়
ভোরের রোদ্র এসে ঘাসের শিশিরে মেঘের দেশে চলে যেতে বলে
শিশির মেঘের দেশে গিয়ে বৃষ্টি হয়ে ঘাসের মাঝে ফিরে আসে-
বৃষ্টি হাসে শিশিরের কথায়। তাহলে আমরা দু’জন কেন প্রিয়?
এক জুটিতে... ...বাকিটুকু পড়ুন
আল্লায় দেছে!
আল্লায় দেছে। কথাটার মানে হচ্ছে- আল্লাহ দিয়েছেন।
হ্যা আল্লাহ আমাদের সব দেন। এই দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন শুধু মাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান....
ড. ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান....
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ ও... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনুস: এক নতুন স্টেটসম্যানের উত্থান
ড. মুহাম্মদ ইউনুস ধীরে ধীরে রাজনীতির এক নতুন স্তরে পদার্পণ করছেন—একজন স্টেটসম্যান হিসেবে। তার রাজনৈতিক যাত্রা হয়তো এখনও পূর্ণতা পায়নি, তবে গতিপথ অত্যন্ত সুস্পষ্ট। তার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে নেয়া,... ...বাকিটুকু পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফর কেমন হলো ?
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখনো চীন সফরে রয়েছেন। চীন সফর কে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেনীর মানুষের মধ্যে ব্যাপক হাইপ দেখা যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন সাসেক্সফুল সফর আর কোনো দলের... ...বাকিটুকু পড়ুন