এই তো মাত্র কয়েকদিন আগেই ’একক পরাশক্তি হিসাবে চীনের উত্থান ও বিশ্বরাজনীতির নতুন সমীকরণ’ শিরোনামে একটি আর্টিকেল পাবলিশ করেছিলাম। মাত্র কয়েকদিন গত হয়েছে এরমধ্যেই কিছু ঘটনাপ্রবাহের আলোকে সামান্য পর্যালোচনা তুলে ধরছি। আমি সেখানে বলেছিলাম, ব্রিটেন, ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এরপর ইউরোপের অন্যান্য রাস্ট্র দিবে আর ইউরোপ দেওয়া শেষ হলে এরপর যুক্তরাস্ট্র অর্থাৎ-যুক্তরাস্ট্র, ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসাবে স্বীকৃতি দিবে তার ক্ষেত্র প্রস্তুত করতে ইউরোপর দেশগুলি দিচ্ছে। হ্যাঁ, গতকালকের নিউজ হলঃ ব্রিটেনের পর সুইডেন ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে !
ঐ আর্টিকেলে লিখেছিলাম, ইসরায়েল, যুক্তরাস্ট্রের সম্পর্কের অবনতি ও ইসরায়েলের চীনমুখী পদক্ষেপ ! আমার এ কথায় অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ইসরায়েলের বিখ্যাত পত্রিকা হারেৎজ একটি কার্টুন প্রকাশ করেছে। সেই কার্টুনে ইসরায়েলী একটি যুদ্ধ বিমান যুক্তরাস্ট্রের ওয়াল ট্রেড সেন্টারে হামলা করতেছে ! এই কার্টুন দ্বারা হারেৎজ পত্রিকা এটাই বুঝিয়েছে বর্তমানে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কের ইতিহাসের সবচেয়ে সর্বনিম্ন মাত্রায় অবস্থান করতেছে অর্থাৎ ইসরায়েলের সাথে যুক্তরাস্ট্রের সম্পর্কের এত অবনতি এর আগে ঘটেনি! ইরানের পরমানু কর্মসুচি ও সিরিয়ার আসাদ সরকারের পতনের ইস্যুতে যুক্তরাস্ট্র তেমন কার্যকরী ভুমিকা না নেওয়াতে যুক্তরাস্ট্রের ওপর চরম ক্ষেপেছে ইসরায়েল ও সৌদি অক্ষ ! এরই পরণতি হিসাবে মধ্যপ্রাচ্যে আইএসআইএল এর উৎপত্তি ! এই আইএসআইএল সৃষ্টি করা হয়েছে মূলত দুটি দেশকে লক্ষ্য করে একটি ইরান ও অপরটি যুক্তরাস্ট্র ! উদ্দেশ্য ছিল ইরান ও যুক্তরাস্ট্রকে মধ্যপ্রাচ্যে মরণঘাতি একটা যুদ্ধে জড়ানো ! হ্যাঁ, আইএসআইএল সৃষ্টিতে নি:সন্দেহে যুক্তরাস্ট্রের ভুমিকা আছে তবে নিশ্চয় সরাসরি নয় । মূলত যুক্তরাস্ট্রের ইহুদি লবি ,সৌদি ও ইসরায়েল অক্ষ আইএসআইএল সৃষ্টি করেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই আইএসআইএল ইরান ও আসাদ সরকারের জন্য শাপে বর হিসাবে দেখা দিয়েছে। যে আমেরিকার সাথে ইরানের ৩৫ বছর ধরে কোনো কুটনৈতিক সম্পর্ক নেই সেই ইরানের সাথে আমেরিকা এবার নতুন সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছে ! এরই পদক্ষেপ হিসাবে ইরানের পরমানু ইস্যুর শান্তিপূর্ণ সমাধান আমরা দেখতে পাব আর এই নিয়ে গবেষণাধর্মী একটা আর্টিকেল প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জারনাল ! আমি গত লেখায় ইরান ও যুক্তরাস্ট্রের সম্পর্ক নিয়ে যা বলেছি আমার সেই কথাগুলোরই পুনরাবৃত্তি করেছে ওয়াল স্ট্রিট জারনাল !সম্পর্কের এই নতুন সমীকরণে আমরা ইসরায়েল ও সৌদিকে চীনমুখী দেখতে পারব অন্যদিকে ইরানকে দেখা যাবে মধ্যপন্থী নীতি অবলম্বন করতে তবে পশ্চিমাদের সাথে ইরানের শত্রুতা আগের মত থাকবে না ।অপরদিকে রাশিয়া ও ভারতকেও আমরা একই কাতারে দেখতে পারব। গত আর্টিকেলে বলেছিলাম, যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ইহুদি লবির সবচেয়ে বড় ব্যর্থতা হল ওবামার পুন:নির্বাচিত হওয়া ঠেকানো। ওবামা প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা নেতানিয়াহুকে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসাবে মন্তব্য করেছে-যা সত্যিই বিষ্ময়কর ! ওবামা প্রশাসন ইসরায়েলের কথা আর আগের মত গুরুত্ব দিচ্ছেন না তবে ইহুদি লবির প্রভাবে যতটুকু না দিলেই নয় ততটুকুই দিচ্ছেন। সম্ভবত মার্কিন ইতিহাসে একমাত্র ওবামাই হতে যাচ্ছেন ইসরায়েল বিরোধী কোনো মার্কিন প্রেসিডেন্ট !
আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ভিত্তিতে পর্যালোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে।
মিজানুর রহমান মিলন।
৩১.১০.২০১৪।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২