কাকেরা সবার আগে পায় সন্ধ্যা নামার ঘ্রাণ
জ্বলে ওঠে পথের ধারের নিয়ন আলো
মোড়টাতে জটলা পাকায় অফিস ফিরতি মানুষের স্রোত
মোটরগাড়ির পাল শুরু করে খুনসুটি
ঠোকাঠুকি হতেই বাহন থেকে নেমে আসে অগ্নিমূর্তি
তখন কি সে দেখেনা !
ছোট্ট দোকানের সুপের বাটির অ্যারোমায় বিমুগ্ধ সন্ধ্যা
স্বাদের রাজ্যে চুমুক দেয় অভিলাসী মন
আমাদের সলিমুল্লা রোডে তখন ভোজন পিয়াসীর ঢল।
অফিসপাড়ার বাসগুলোকে যখন জেঁকে ধরে উচ্ছন্ন জ্যাম
অতিষ্ঠ যাত্রীরা নেমে পড়ে গন্তব্যের আশা ছেড়ে
পাংশুকনার ভয়ে নাকে রুমাল ধরা বিরক্ত যুবক
অবশেষে কাধ বাকায় পাশের রেস্তোরায়
পুরি-কাবাব-লুচির তেল মশলার সৌরভ
তাকে টানে প্রাশনের অনিরুদ্ধ আশ্বাসে
সলিমুল্লা রোড়ের হালিমের পেয়ালায়
ভর করে দিনের সব ক্লান্তির অমৃত সাধন।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬