আমাদের পিঠ ঠেকেছে দেয়ালে,
আজ আর পিছনে নেই পথ,
আন্দোলনে নামল যারা,
তাদের উপর ছুটছে গুলি,
ঝরছে রক্তের স্রোত।
ছড়াচ্ছে মিথ্যা প্রপাগান্ডা,
দেখাচ্ছে ভয় ভীতি,
ধ্বংস হচ্ছে জনপদ,
পুড়ছে বাড়ি, পুড়ছে গাড়ি;
কারো প্রতি নেই কোন প্রিতি!
সংবিধানের শপথ ভঙ্গ করে,
ওরা করে শাসনের নামে অন্যায়,
মিথ্যা অভিযোগে জড়িয়ে,
আমাদের স্বপ্ন করে ছিন্নভিন্ন,
আপামর জনতা আজ উদ্বিগ্ন।
মরেছে শত শত সাধারণ জনতা,
কিন্তু সমাজের বিবেক নিশ্চুপ আজ ও,
কোথায় সেই ন্যায়বিচার,
কোথায় সুশাসনের প্রতিশ্রুতি?
বাড়ছে অনিশ্চয়তা আর হৃদয়ে হাহাকার।
বিশ্বের বিবেকও আজ নিশ্চুপ,
চোখ বাঁধা কালো কাপড়ে,
আমরা চাই খুনের বিচার,
চাই ভূলুণ্ঠিত ন্যায়ের প্রতিষ্ঠা,তাই
অনঢ় সকলে, করেছে দৃঢ় প্রতিজ্ঞা।
অপরাধীদের ধরতে হবে,
মিথ্যা অপবাদ দিতে হবে মুছে,
তবেই ফিরে আসবে শান্তি,
সুশাসনের আলোয় ভরে উঠবে দেশ,
দূর হবে ভয়-উৎকন্টা আর ক্লেশ।
হে প্রভূ,
আনন্দের নতুন সূর্য উঠুক,
সকলের মুখে ফুটুক হাসি।
অন্যায়ের অন্ধকার সরিয়ে,
স্বাধীনতার পথ করে দাও প্রশস্ত,
সবার প্রতি মায়া-মমতা দাও তুমি ভরিয়ে।।
নোটঃ কোটা আন্দোলন ঘিরে অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত এ দেশের আপামর জনতার পক্ষে লেখা। আমার পর্যবেক্ষণ থেকে লেখা কোন কারো দ্বারা প্রভাবিত হয়ে এ লেখা লিখিনি।
পুনশ্চঃ
আলোচনার দ্বার রুদ্ধ করে,
দেশের সাধারণকে ক্ষুদ্ধ করে,
শত শত নিরীহ নাগরিকের প্রাণ কেড়ে নেয়া আধুনিক মারণাস্ত্র নিয়ে দেশের আনাচে কানাছে ঘুরে বেড়ানো চিহ্নিত সন্ত্রাসী আর খুনিদের অবাধে ঘুরতে দিয়ে ভুল করেছে প্রশাসন; মস্ত ভুল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৮