১৭৫৭ সাল; প্রিয় স্বাধীনতা'র অস্তিত্ব রক্ষায়-
ইংরেজ আর বেনিয়া রোধে;
আমরা গুটিকয়; সিনফ্রে, মীরমদন, মোহনলাল!
অসম মহারণ! কামানের গোলার আওয়াজ! মৃত্যু চিৎকারে নরক গুলজার!
ভাগিরতীর তট বক্ষরুধিরে লালে লাল!
অথচ, নিরব দর্শক ছিলি তোরা;
রায় বল্লভ,স্বরুপচাঁদ আর ইয়ার লতিফের মতো
দেশীয় বেঈমান দুরাচার, অবৈধ পথে হতে মালামাল!!
-------------------------------
আজ ও সেই রেশ রয়ে গেছে-
আমরা সয়ে যাই;
সেই পাপীদের বংশ
বহালেই রয়, নিঃসংশয়!!
--------------------
বিচ্ছিন্ন পঙক্তিমালা-০২
--------------------
স্বাধীনতার জন্য লড়ে, অকাতরে মরে
বক্ষ রুধিরে লিখে-একটি স্বাধীন দেশের নাম,
যুগ-পরম্পরায় ২৬২ বর্ষি সেই মুক্তিসেনার-
বংশধর মোরা পেলাম না,
স্বাধীনতা, সুখ, নিরাপত্তার লাইসেন্স,
আর, মৌলিক মানবিক অধিকার।
কিন্তু,
রয়ে গেছে পাপী, বেড়েছে পাপাচার
বেড়েছে নিপীড়ন, বেড়েছে হুতাশন,
অসহ্য সবি,
তবু, সয়ে যাই সবে; হয়ে নির্বিকার!!
বিচ্ছিন্ন পঙক্তিমালা-০৩
**************
তোরা আমাকে কত মারবি মার!
আমি নিঃশংক!
আমাকে কত বার রক্তাক্ত করবি কর!
আমি রবো নিশ্চুপ নিস্তব্দ!
তবে, জেনে রাখ,
লক্ষ লক্ষ বার জন্মাব এ বাংলায়!
আমার
প্রতি ফোঁটা রক্ত হতে বের হবে
অযুত কোটি প্রতিবাদের সেল!!
তখন-
ঘাতক তুই ভড়কে যাবি, থমকে যাবি,
চমকে যাবি!
থেমে যাবি তুই; শেষ হবে তোর-
যতসব চাতুরী আর অশুভ যত খেল!!
-----------------------------
*******************
নোটঃ পরাজিত সৈনিক- হারানো স্বাধীনতা
যাকে পেয়ে হারিয়েছি।
ছবিঃ গুগল।