অভিনন্দন মহাজোট!
ধন্যবাদ! সেলিউট! অমর হোক এই বিজয়ের পথ চলা!!
শুনেছি এবারের নির্বাচনে;
নাইট পার্টির আগ্রাসনে;
'গো'হারা হেরে গিয়ে-
ঐক্যফ্রন্ট গেলো নির্বাসনে?
যাক, চলে যাক; যাবারই তো কথা ছিল??
**একাদশ সংসদ নির্বাচনে কয়েকটি আসন ব্যতিত সবকটি আসনই মহাজোট পেয়েছে! কিন্তু কীভাবে পেয়েছে?
এই উত্তর অনেকেই জানেন; প্রয়োজন তা উদ্ঘাটন করা।
আসুন তদন্ত করি-
১। ভোট কেন্দ্র ৪০,১৯৯টি
** সুতরাং প্রিজাইডিং অফিসার ৪০,১৯৯ জন।
** দায়িত্বশীল পুলিশ অফিসার-৪০,১৯৯জন।
২। ভোট কক্ষ-২,০৬৫৪০টি (দুই লক্ষ ছয় হাজার পাঁচশ চল্লিশ)
** সহঃ প্রিজাইডিং অফিসার- ২,০৬৫৪০ জন।
**পোলিং অফিসার- ৪১৩০৮০ জন।
৩। ৪৯২ উপজেলায় ও ৬৫০ থানা।
** রিটার্ণিং অফিসার ৪৯২/৬৫০ জন।
৪। প্রতি কেন্দ্রে ন্যুনতম ১জন করে পুলিশ সদস্য ও পর্যাপ্ত আনসার, ভিডিপিসহ আরো অন্যান্য জনবল।
এসবের বাইরে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব,ডিবি, এসবি সহ আরো অনেক এলিটফোর্স।
এতকিছু ছিল তারপরও এমন অনভিপ্রেত ঘটলা ঘটল যা স্বাধীন এ দেশে সম্পুর্ণ বেমানান। চলুন দেখি-
যা ঘটেছিল ওইরাতে-
** ঘটনা ১। রাত ৮টা-৯টাঃ মহাজোটের লোকজনের আগমন
প্রতি কেন্দ্রের লোকেদের সুন্দরভাবে আপ্যায়নের অফার।
** ঘটনা ২ঃ খাবার গ্রহণের পর কিছু আবেদন পেশ। স্যার, কত লাগবে বলুন? বিনীময়ে রাতে ৫০০/৬০০ভোট কাস্ট করে ফেলবেন।
মহাজোট সমর্থিত প্রিজাইডিং, এসিস্টেন্ট প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং বুকড পুলিশ অফিসার রাজি হয়ে গেলো।
**ঘটনা ৩ঃ প্রিজাইডিং অফিসারকে প্রস্তাব করার পর রাজি হলেন না। রাত তখন ১ঃ০০ঘটিকা থেকে ২ঃ০০ঘটিকা। একদল অস্ত্রধারী লোক কেন্দ্র ঘেরাও করে সবাইকে জিম্মি করে ৬০০-৮০০ বা আরো যা প্রয়োজন সেই পরিমাণ ব্যালট পেপার প্রয়োজনিয় প্রতিকে ছাপ্পা মেরে ব্যালট বক্সে ঢুকিয়ে দেবার পরামর্শ দিয়ে প্রস্থান। সার্বক্ষণিক উনাদের সদয় উপস্থিতি মনে রাখার মতো।
**ঘটনা ৪ঃ বিবিসি নিউজ-০১]সকাল ৮টা থেকে গ্রহণ শুরু। বেলা ১১টা মোট ভোট কাস্ট হয়েছে প্রতি বুথে ৪০/৫০টি। বাইরে দীর্ঘ লাইন। ভোটারদের বুথে প্রবেশে সীমাহীন বিলম্ব।
**ঘটনা ৫ সকাল ১০টা, দুপুর ১২টা হঠাৎ কেন্দ্রে গোলমাল-হই হট্টগোল। পুলিশের বাঁশি, দৌড় ঝাঁপ। কেন্দ্রের দরজা জানালা বন্ধ করে মহাজোটের পাহলোয়ানরা ভোট দখল। বাইরে প্রহরার পুলিশ। র্যাব, বিজিবি, এলিটফোর্স দেখা নাই। সেনাবাহিনী দূরে কোন এরিয়ায় টহল দিয়ে বেড়াচ্ছে অদৃশ্য কোন শত্রু দমনে।
আরো মনে রাখার মতো অনেক ঘটনাই ঘটেছে যা প্রিয় স্বাধীন মাতৃভূমিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলের কাছ থেকে বেমানান। কিন্তু এর কী কোন প্রতিকার নেই।।
**ক্লাইমেক্সঃ
এই অকার্যগুলি-
মহাজোট যদি রয়ে সয়ে করতো তাহলে চোখে পড়তো কম কিন্তু কী করলো?
চামচ দিয়ে খাওয়ার পরিবর্তে গামলায় নেমে পড়ে সর্বাঙ্গে মেখে খেয়েছে। সুতরাং জিনিসটা বুমেরাং হয়ে গেল।
এখন ঐক্যফ্রন্টকে ও দেশের আপামর জনগণের কী করা উচিৎ?
** আমি মনে করি- মহান হাইকোর্টে নির্বাচন কমিশনার, ৪০,১৯৯জন প্রিজাইডিং, ৪০,১৯৯জন পুলিশ অফিসার, ৪৯২জন রিটার্ণিং অফিসারগণকে আসামী করে মামলা করে দেয়া।। সাথে প্রতিটি নির্বাচনী এরিয়াতে যেই পুলিশ কর্মকর্তা মোবাইল টহলে নিয়োজিত ছিল তাকে আসামী করা। কারণ, নিয়ম ছিল কোন সমস্যা হলে সেনাবাহিনী বা স্ট্রাইকিংফোর্স্কে খবর দেয়ার কাজ তার। কিন্তু ঘটনা ঘটার সময় শতবার ফোন করলেও আসেনাই। রিটার্নিং অফিসাররাও চুপ থেকেছেন। সঠিক পদক্ষেপ নেন নাই।।
** এই পদক্ষেপে সাক্ষী কারা?
১। অসংখ্য ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং, নিউজ কাভারেজ, ভোট দিতে পারেনাই এইসব ভোটার, আনসার, ভিডিপি, এসিস্টেন্ট প্রিজাইডিং, পোলিং অফিসার, ঘটনায় আগত মার্কামারা ঐসব মাস্তান।
** এখন দেখা যাক আমার প্রিয় ব্লগার মহোদয়গণ কী বলেন?
বিবিসি নিউজ।
বিদেশী পর্যবেক্ষক-নির্বাচন সম্পর্কে।
বিবিসি বাংলা- ভোট বাক্স পূর্ণ।
ছবিঃ গুগল,
ভিডিওঃ ইউটিউব, বিবিসি বাংলা।
ঘটনাঃ প্রত্যক্ষদর্শী জনগণ। (প্রমাণযোগ্য)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১