বিজয়, তুমি কী কেবল
১৬ই ডিসেম্বরের গল্পমালা?
যা শুধু কাঁদায়, ভাবায়
বাড়ায় মনে বেদনার জ্বালা।
বিজয়, তুমি কী কেবল,
লাখ শহীদ অভিনীত যাত্রাপালা?
যেন মঞ্চে এসে ভিলেনের আস্ফালন;
আর, শিল্পি মুখের গানের মালা।
বিজয়, তুমি কী কেবল
ভূখা শিশুর খাবারের তোবড়ানো থালা,
দ্বারে দ্বারে ঘুরে যা নিয়ে
তবু, দেয় না যারে খাবার কোন শালা!
বিজয়, তুমি কী কেবল
প্রতিভাধর শিল্পীর আঁকা চিত্রকলা?
যে চিত্রে ফুটে আছে দেশ কাল,
আর, পুঁজিপতি, পিশাচ অমানুষের কর্মশালা।
বিজয়, তুমি কী কেবল
দিন দুঃখীদের মন্ত্রণাশালা?
নির্দেশ দাও এটা কর ওটা কর,
যদিও ঘুচেনা অভাবের জ্বালা!
বিজয়, তুমি কী কেবল
স্মৃতি সৌধে দেয়া পুষ্পমালা?
ঐ দিনই কেবল থাকবে সেথায়,
এর পর পাবে ডাস্টবিনের তলা।
বিজয়, তুমি কী কেবল,
নির্দিষ্ট দিনের স্মরণ শলা?
সভা সেমিনার হবে ঐ দিনই শুধু
এরপর পড়বে মনে তালা?
ছবি কার্টেসীঃ গুগল, ইন্টারনেট।।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯