হাই! আশা করি ভালো আছেন। ভালো থাকুন এই শুভকামনা। সব অঘটন, অসংলগ্ন পরিস্থিতি, কুসংস্কার, কুপমন্ডুকতার মূলে অজ্ঞতা। আর, এই অজ্ঞতার অন্ধকার দূরীভূত হয় জ্ঞানের আলোয় প্রজ্জ্বলিত হলে। ডিজিটাল এ যুগে জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ ভার্চুয়াল জগত; শুধু প্রয়োজন এগুলোর সঠিক ব্যবহার। আমি প্রথমে আমার এরপর আর সবার কাজে দিবে এই বিবেচনায় কিছু অতীব গুরুত্বপূর্ণ ওয়েব সাইটের ওয়ান ক্লিক লিংক দিলাম। হ্যাভ আ ট্যুর এন্ড এনজয় দ্য ডিজিটাল ক্যারিজম্যাটিক ওয়ার্ল্ড অব প্রোফাউন্ড নৌলেজ!!
ধন্যবাদ।
(০১) আমেরিকান ইংলিশঃ ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনে এবং ক্লাসে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ইফ্যাকটিভ উপস্থাপনার জন্য এটা খুব ভালো সাইট। এর রয়েছে চমৎকার কিছু কন্টেন্ট ও পিডিএফ বুক। রয়েছে মজার মজার কিছু ভোকাবস ডেভেলপিং ফর্মুলা। দেখুন না ভালো লাগতে পারে।
আমেরিকান ইংলিশ
(০২) ইংলিশ অনলাইন অর্গঃ এটা চমৎকার সব কন্টেন্ট ও ফিচার নিয়ে বিপুল আয়োজনের ইউকে বেইজড ইংলিশ লার্ণিং সাইট। কমিউনিকেটিভ এপ্রোচ এ আমরা বরাবরই দূর্বল। আমাদের সন্তানদের এসব পেজের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। তাহলে অনলাইনে মজার কিছু কাজ পেয়ে যাবে। দেখুন হুলুস্থুল সব কন্টেন্ট।।
ইংলিশ অনলাইন অর্গ ইউকে
(০৩) COURSERA মনে হয় ইংলিশ লার্ণিং এর জন্য ও বিভিন্ন প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এটা খুব ভালো একটা সাইট। এটাকে বুকমার্ক করে রাখা যাবে। এটার সাহায্যে ঘরে বসেই আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করা যাবে 'ফ্রী' এবং মূল্য পরিশোধ উভয় পদ্ধতিতে। সময় পেলে এখানে ট্যুর দিয়ে দেখুন।
কোর্সেরা-COURSERA
(০৪) ফ্রী অনলাইন কোর্সের জন্য এটা অনবদ্য একটা সাইটঃ MOOCS- massive open online courses. পুরাটাই এনজয়েবল এক লার্ণিং জার্ণি। সো, গো এহেড উইথ 'মুকস'।
mooc.org
(০৫) ওয়েব ডেভেলপমেন্ট ও অন্যান্য শিখবেন এই সাইটটি হেল্প করবে। সম্পূর্ণ ফ্রী। দারুণ!
শিক্ষক ডট কম
(০৬) স্টাডি নোটস দরকার? ইংরেজি বিষয়ে? তাহলে এই সাইট হেল্প করবে।
স্টাডি নোটস এন্ড গাইড।
(০৭) ইংলিশ লেঙ্গুয়েজ এর বহুমাত্রিক ব্যবহারের জন্য এই সাইটটি খুব কাজে দিবে। ধৈর্য ধরে পর্যবেক্ষণ না করলে লেজ তুলে পালাতে হবে।
ইংলিশ লেঙ্গুয়েজ এন্ড ইউসেজ
(০৮) আর, অবশেষে এডুটিউব। সাইন্স ফেকাল্টির স্টুডেন্টদের জন্য এটা খুব ভালো উপকারী এক সাইট।
এডুটিউব ডট বিডি
জ্ঞানার্জনের বহুমাত্রিকতার জন্য এসিস্টেন্স চাই? ভার্চুয়াল এসিস্টেন্সই সেরা। উপরের লিংকগুলো কিছুটা হলেও তার দাবী পুরণে সক্ষম। সুতরাং বন্ধুরা আসুন জ্বলে উঠি আপন আলোয়; জ্ঞানের নিঃশেষ অপরিসীম আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ।। ধন্যবাদ ওইসব মহান ব্যক্তিদের যারা এত সুন্দর সব কন্টেন্ট দিয়ে আমাদের জন্য এই সাইটগুলো ডেডিকেইট করেছেন।।
ছবিঃ গুগল
সুত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫